Class 7 English Unseen Passage (PDF) With Answer

পূর্বের আলোচনায় আমরা কোর্সটিকায় সপ্তম শ্রেণির ইংরেজি ১ম পত্রের Seen Passage গুলো শেয়ার করেছিলাম। যেগুলো তোমরা পিডিএফ শীটে ডাউনলোড করে নিয়েছ। আজ আমরা class 7 english unseen passage শেয়ার করবো। এখানে তোমরা তোমাদের ইংরেজি পরীক্ষা প্রস্তুতির জন্য ২৫টি গুরুত্বপূর্ণ class 7 english unseen passage পাবে। আর তাও উত্তরসহ।

কোর্সটিকায় আমাদের শেয়ার করা প্রতিটি unseen passage বাংলা অনুবাদসহ দেওয়া হয়েছে। ফলে তোমাদের কোন প্যাসেজের অর্থ বুঝতে অসুবিধা হবে না। শুধু তাই নয়, পরীক্ষার প্রশ্ন পদ্ধতি অনুসরণ করে আমরা সবুগুলো unseen passage এর সাথে গুরুত্বপূর্ণ প্রশ্ন যোগ করে দিয়েছি। ফলে এই Sheet টির মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষার জন্যও ভালো প্রস্তুতি নিতে পারবে।

class 7 english unseen passage

Unseen Passage 1

Read the following text carefully and answer the questions.
Kamini Roy, poet and social worker, was born in 12 October, 1864 in the village of Basanda in Bakerganj district. She passed the Entrance examination in 1880 from Bethune Female School and FA in 1883 and B.A (Hons.) in Sanskrit in 1886 from Bethune College. The same year she started teaching at Bethune College. Kamini Roy was involved in cultural and social welfare activities, especially women’s welfare.

She started composing poems at an early age. Her first book of poems, Alo O Chhaya, was published in 1889. Her other poetical works include Nirmalya. Dharmaputra, Jibenpathey, etc. In recognition of her contribution to Bengali literature, she was awarded the Jagattarini Medal in 1929 by Calcutta University. She passed away on 27 September, 1993 in Hazaribagh, a small town in Bihar and Orissa Province, India.

বঙ্গানুবাদ : কামিনী রায়, কবি এবং সমাজকর্মী, ১৮৬৪ সালের ১২-ই অক্টোবর বাকেরগঞ্জ জেলার বাসন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৮৮০ সালে বেথুন মহিলা বিদ্যালয় থেকে এনট্রান্স পরীক্ষায় পাশ করেন এবং ১৮৮৩ সালে এফএ এবং ১৮৮৬ সালে বেথুন কলেজ থেকে সংস্কৃতিতে বি.এ (অনার্স) ডিগ্রী লাভ করেন। একই বছরে তিনি বেথুন কলেজে শিক্ষকতা শুরু করেন। কামিনী রায় সাংস্কৃতিক এবং সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, বিশেষ করে মহিলাদের কল্যাণমূলক কর্মকাণ্ডে।

অল্প বয়স থেকেই তিনি কবিতা রচনা শুরু করেন। তার লেখা প্রথম কবিতার বই ‘আলো ও ছায়া’ ১৮৮৯ সালে প্রকাশিত হয়। তার অন্যান্য কবিতাগুলোর মধ্যে রয়েছে “নির্মাল্য”, “ধর্মপুত্র” এবং “জীবনপথে”। বাংলা সাহিত্যে তাঁর অবদানের জন্য তাঁকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৯ সালে জগত্তারিণী পদক প্রদান করা হয়। তিনি ১৯৯৩ সালের ২৭শে সেপ্টেম্বর ভারতের বিহার ও উড়িষ্যা রাজ্যের একটি ছোট শহর হাজারীবাগে মৃত্যুবরণ করেন।

B. Read the passage again and write ‘True’ or ‘False’ beside the following statements. Give correct answer for the false statement.
(a) Kamini Roy was a philanthropist.
(b) She started her career as a teacher.
(c) She started writing poems after joining the college.
(d) She died in Dhaka.
(e) ‘Alo O Chhaya’ is one of her novels.

Answer:
A. (i) Basanda in Bakerganj; (ii) In 1880; (iii) Passed B.A (Hons) in Sanskrit; (iv) Alo O Chhaya; (v) died.
B. (a) False. Correct: Kamini Roy was a poetess.
(b) True.
(c) False. Correct: She started writing at an early age.
(d) False. Correct: She died in Hazaribagh, India.
(e) False. Correct: ‘Alo O Chhaya’ is one of her book of peoms

Unseen Passage 2

Read the following text carefully and answer the questions.
People drink a lot of tea, There are many kinds of tea. There is black tea. There is green tea, red tea, yellow tea, etc. People drink a lot of tea in China. Some people drink it because it is good for them. It makes them healthy. Other people drink it because it tastes very good. It tastes delicious. People drink a lot of green tea in Japan and Korea.

In Vietnam, some people drink coffee before they drink tea. People drink a lot of tea in England. Every afternoon, English people drink tea. They add milk to their tea. Mostly tea comes from China. Some tea comes from India, Sri Lanka and Bangladesh. Kenya, Japan, and Indonesia also grow a lot of tea.

বঙ্গানুবাদ : সাধারণ মানুষ প্রচুর পরিমাণে চা পান করে। অনেক রকমের চা আছে। কালো চা আছে। সবুজ চা, লাল চা, হলুদ চা, ইত্যাদি আছে। চীনে লোকজন প্রচুর পরিমাণে চা পান করে। কিছু লোক এটি পান করে কারণ এটি তাদের জন্য ভালো। এটি তাদেরকে স্বাস্থ্যবান করে। অন্যরা এটি পান করে কারণ এর স্বাদ খুবই ভালো।

এর স্বাদ অত্যন্ত মজাদার। জাপানে এবং কোরিয়াতে লোকজন প্রচুর পরিমাণে সবুজ চা পান করে। ভিয়েতনামে কিছু লোক চা পান করার আগে কফি পান করে। ইংল্যান্ডে লোকজন প্রচুর পরিমাণে চা পান করে। ইংরেজরা প্রতিদিন বিকেলে চা পান করে। তারা তাদের চায়ে দুধ মেশায়। বেশিরভাগ চা চীন থেকে আসে। কিছু চা ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ থেকে আসে। কেনিয়া, জাপান এবং ইন্দোনেশিয়াও প্রচুর পরিমাণে চা উৎপাদন করে।

B. Read the passage again and write True or False beside the following statements. Give answer for the false statements.
(a) People in Japan drink black tea in plenty.
(b) Bangladesh is one of the major tea producers.
(c) Tea tastes bitter.
(d) The people of England drink tea in the morning on a regular basis.
(e) China is the largest supplier of tea.

Answer:
A. (i) Tea; (ii) black, green, red, yellow; (iii) people in Japan and Korea; (iv) In England; (v) China.
B. (a) False. People in Japan drink green tea in plenty.
(b) True.
(c) False. Tea tastes delicious.
(d) False. The people of England drink tea in the afternoon on a regular basis.
(e) True.

Unseen Passage 3

Read the following text carefully and answer the questions.
National Professor Dr. Muhammad Ibrahim, a physician, teacher, organiser was born in Murshidabad, India on 31 December 1911. He spent major part of his life in the Government Health Services in 12 different key positions after getting MBBS degree in 1938. He received MRCP in 1949. He was made FCCP in 1950. He founded the Diabetic Associations in Dhaka in 1956.

He also founded its branches at Karachi and Lahore in West Pakistan in 1964. He established BIRDEM in 1980. In recognition to his contributions in the health and social sectors, he received numerous prizes, medals and honours from different organisations. Some of such awards are Independence Day Gold Medal (1979), Mahabub Ali Khan Memorial Trust Award (1985) and Khan Bahadur Ahsanullah Memorial Trust Award (1987).

বঙ্গানুবাদ : জাতীয় অধ্যাপক ড. মুহাম্মাদ ইব্রাহীম একজন চিকিৎসক, শিক্ষক ও সংগঠক, ১৯১১ সালের ৩১শে ডিসেম্বর ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩৮ সালে এম.বি.বি.এস ডিগ্রী অর্জনের পর তার জীবনের অধিকাংশ সময় সরকারি স্বাস্থ্য সেবার ১২টি বিভিন্ন প্রধান পদে অতিবাহিত করেন। তিনি ১৯৪৯ সালে এম.আর.সি.পি অর্জন করেন। ১৯৫০ সালে তিনি এফ.সি.সি.পি হয়েছিলেন। ১৯৫৬ সালে তিনি ঢাকায় ডায়াবেটিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন।

তিনি ১৯৬৪ সালে পশ্চিম পাকিস্তানের লাহোর এবং করাচীতে এটার শাখাও প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৮০ সালে বি.আই.আর.ডি.ই.এম প্রতিষ্ঠা করেন। স্বাস্থ্য এবং সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য তিনি বিভিন্ন সংগঠন থেকে অসংখ্য সম্মাননা, মেডেল এবং পুরস্কার অর্জন করেন। এ ধরনের কিছু পুরস্কার হলো স্বাধীনতা দিবস স্বর্ণপদক (১৯৭৯), মাহাবুব আলী খান মেমোরিয়াল ট্রাস্ট অ্যাওয়ার্ড (১৯৮৫) এবং খান বাহাদুর আহছানউল্লাহ মেমোরিয়াল ট্রাস্ট অ্যাওয়ার্ড (১৯৮৭)।

B. Read the passage again and write ‘True’ or ‘False’ beside the following statements. Give correct answer for the false statement.
(a) Dr. Ibrahim played a triple role in health sector.
(b) His contribution was hailed duly.
(c) He served in different ignoble positions.
(d) Dr. Ibrahim was born in Bangladesh.
(e) He was awarded Bangla Academy Medal.

Answer:
A. (i) in Murshidabad; (ii) obtained MBBS degree; (iii) in Dhaka; (iv) established; (v) was awarded Independence Day Gold Medal.
B. (a) True.
(b) True.
(c) False. Correct. He served in different key positions.
(d) False. Correct. Dr. Ibrahim was born in India.
(e) False. Correct. He was awarded Independence Day Gold Medal.

Unseen Passage 4

Read the following text carefully and answer the questions.
The National Memorial at Savar is a symbol of the nation’s respect for the martyrs of the War of Liberation. It is built with concrete but made of blood. It stands 150 feet tall, but every martyr it stands for stands so much taller. It is an achievement the dimensions of which can be measured, but it stands for an achievement which is immeasurable. It stands upright for the millions of martyrs who laid down their lives so that we may stand upright.

Most prominently visible is the 150 feet tower. There is actually a series of 7 towers that rise by stages to a height of 150 feet. The foundation was laid on the first anniversary of the Victory Day. There is actually a plan to build a huge complex. The entire complex will cover an area of 126 acres. The plan of this complex includes a mosque, a library and a museum. The relics of the Liberation War will be kept in the museum. They will ever remind everybody that would come to visit the museum of the valiant struggle and supreme sacrifices of a freedom loving people. Here also will be a warning to all oppressors that oppression will always be defeated. The will of people prevails, for man is born to be free.

বঙ্গানুবাদ: সাভারের জাতীয় স্মৃতিসৌধ স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার নিদর্শন। এটা কংক্রিট দিয়ে তৈরি কিন্তু রক্ত দিয়ে গড়া। এটি ১৫০ ফিট উঁচু কিন্তু যেসব শহীদের প্রতীক হিসেবে এটি পরিগণিত হয় সেসব শহীদের মর্যাদা আরও উচ্চতর। এটি একটি অর্জন যার আয়তন পরিমাপযোগ্য, কিন্তু এটি এমন এক অর্জনের প্রতীক যা অপরিমেয়। এটি লাখো শহীদের প্রতিভূ হিসেবে দাঁড়িয়ে আছে যারা আমাদেরকে সমুন্নত রাখতে তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন।

সবচেয়ে ভালভাবে দৃশ্যমান হয় ১৫০ ফুট টাওয়ার/স্তম্ভটি। প্রকৃতপক্ষে এটি ৭টি স্তম্ভের সারি যা ধারাবাহিকভাবে বাড়তে বাড়তে ১৫০ ফুট উচ্চতায় উঠে গেছে। বিজয় দিবসের প্রথম বার্ষিকীতে এর ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। এখানে মূলত একটি বিশাল কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। পুরো এলাকাটির আয়তন হবে ১২৬ একর। পুরো কমপ্লেক্সে থাকবে একটি মসজিদ, একটি পাঠাগার এবং একটি জাদুঘর। স্বাধীনতা যুদ্ধের নিদর্শনসমূহ এই জাদুঘরে রাখা হবে। এগুলো প্রত্যেককে, যারা এই জাদুঘর পরিদর্শন করতে আসবে, মনে করিয়ে দিবে এক স্বাধীনতা প্রিয় জাতির সাহসী লড়াই ও মহান বলীদানের কথা। এখানে সকল নির্যাতনকারীর প্রতি সতর্কবার্তা/হুঁশিয়ারি থাকবে যে, নির্যাতন সবসময় পরাজিত হবে। মানুষের ইচ্ছাই টিকে থাকে, কারণ মানুষ জন্মগতভাবে স্বাধীন।

B. Read the passage again and write True or False beside the following statements. Give answers for the false statements:
(a) It stands upright for thousands of martyrs.
(b) The foundation was laid on the first anniversary of the Victory Day.
(c) Their achievement is measurable.
(d) To keep us standing upright, they laid down their lives.
(e) Entire complex includes a mosque, a temple and a museum.

Answer:
A. (i) situated; (ii) in 1972; (iii) planfully; (iv) will be kept; (v) A series of 7 towers.
B. (a) False. It stands upright for the millions of martyrs.
(b) True.
(c) False. Their achievement is immeasurable.
(d) True.
(e) False. Entire complex includes a mosque, a library and a museum.


সপ্তম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, এই লিংকে ক্লিক করে তোমরা class 7 english unseen passage sheet টি পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *