খাবার হাত দিয়ে খেলে নষ্ট হয়ে যায়, অথচ চামচ দিয়ে খেলে নষ্ট হয় না কেন?

তরকারি, আচার এগুলা হাত দিয়ে খেলে নষ্ট হয়ে যায়,
অথচ চামচ দিয়ে খেলে নষ্ট হয় না এর কারন কি?

রান্না করা তরকারী টক বা নষ্ট হয়ে যায় মূলত তরকারীতে বিভিন্ন ব্যাক্টেরিয়ার সংক্রমণের কারণে।
এতটুকু আমরা কমবেশি অনেকেই জানি।
কিন্তু হাত দিয়ে ধরলেই এমন কেন হয় আর চামচ দিয়ে ধরলে হয়না কেন এটা অনেকের মনে প্রশ্ন।
মূলত ব্যাক্টেরিয়াগুলো জীবদেহে বা সতেজ জৈবিক উৎসে টিকে থাকতে পারে অনায়াসে। যেমন আমাদের হাত। এখান থেকে তারা তাদের সমস্ত পুষ্টিই পেয়ে থাকে। কিন্তু একটা ধাতব, প্লাস্টিক বা কাঠের চামচ কিন্তু জড়বস্তু, এতে তারা নিজেদের পুষ্টি গ্রহণ করে বংশবৃদ্ধি করে টিকিয়ে রাখতে পারেনা। ফলে এই জিনীসগুলোতে সক্রিয় ব্যাক্টেরিয়া থাকেওনা তেমন। থাকলেও বেশিক্ষণ টিকেনা। ফলে তরকারী এই বস্তুগুলোর সংস্পর্শে আসলেও ব্যাক্টেরিয়ার সংক্রমণ ঘটেনা তেমন।

মুহাম্মদ শাহেদ রাইয়ান
টীম সায়েন্স বী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *