সরকার কর্তৃক কোনো শিল্পকে বিশেষ সুবিধা দেওয়া সংরক্ষণমূলক সহায়তা অন্তর্ভুক্ত। সরকার অনেক সময় কোনো বিশেষ শিল্পকে টিকিয়ে রাখতে পৃষ্ঠপোষকতা করে থাকে। এক্ষেত্রে সরকার ভর্তুকি দেয়, বিনা সুদে ঋণ দেয়। এতে এসব শিল্প স্থাপনে উদ্যোক্তারা আগ্রহী হয়। যেমন: তাঁতশিল্প রক্ষা, বেত, বাঁশ, তামা, কাঁসা ও পাট শিল্পে সরকার বিশেষ প্রণোদনা দেয়। আর এগুলো সংরক্ষণমূলক সহায়তা অন্তর্ভুক্ত।
Offcanvas menu