অপারেটিং সিস্টেম কী? অপারেটিং সিস্টেমের প্রকারভেদ বর্ণনা করো।

অপারেটিং সিস্টেম বা ওএস একটি সিস্টেম সফটওয়্যার। কম্পিউটার অন হওয়ার সাথে সাথেই অপারেটিং সিস্টেম কাজ শুরু করে দেয়। আর এই অপারেটিং সিস্টেম একটি কম্পিউটারকে সচল ও ব্যবহার উপযোগী করে রাখে। উইন্ডোজ, ম্যাক ইত্যাদি হলো অপারেটিং সিস্টেম।

অপারেটিং সিস্টেমের প্রকারভেদ

অপারেটিং সিস্টেমের প্রকারভেদ বর্ণনা করা হলোঃ
ইউজার ইন্টারফেস, ব্যবহারকারীর সংখ্যা, ব্যবহৃত প্রসেসরের সংখ্যা, প্রোগ্রামের মালিকানা প্রভৃতি বিষয়ের উপর ভিত্তি করে অপারেটিং সিস্টেমকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। নিচে অপারেটিং সিস্টেমের প্রকারভেদগুলো আলোচনা করা হলো।

ইউজার ইন্টারফেস অনুসারে প্রকারভেদ

অপারেটিং সিস্টেমগুলোতে কাজ করার পরিবেশ বা ইন্টারফেসের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। যথা–

  • টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম (Text based Interface)
  • চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম (Graphical User Interface)

ব্যবহারকারীর সংখ্যা অনুসারে প্রকারভেদ

  • সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম (Single User Operating System)
  • মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম (Multi User Operating System)

প্রসেসরের সংখ্যা অনুসারে প্রকারভেদ

  • সিঙ্গেল প্রসেসিং অপারেটিং সিস্টেম (Single Processing Operating System)
  • মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম (Multi Processing Operating System)

স্বত্ত্ব বা মালিকানা অনুসারে প্রকারভেদ

  • ওপেন সোর্স অপারেটিং সিস্টেম (Open Source Operating System)
  • প্রপাইরেটরি অপারেটিং সিস্টেম (Proprietary Operating System)

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “গ্লোবাল ওয়াঅপারেটিং সিস্টেম কী? ” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।