ল্যান্ডফিল বা ভরাটকরণ কী? কলকাতা শহরের ল্যান্ডফিল সাইট কোথায় অবস্থিত?

ল্যান্ডফিল বা ভরাটকরণ কী?

ল্যান্ডফিল (Landfill) বা ভরাটকরণ হল বর্জ্য ব্যবস্থাপনার একটি পদ্ধতি। এই পদ্ধতি অনুসারে বর্জ্য পদার্থকে কোনো নীচু জমিতে বা পরিত্যাক্ত খনিতে বা মাটি কেটে তৈরি করা কোনো বিরাট গর্তে জমা করা হয়। কালক্রমে জায়গাটি বর্জ্য পদার্থে ভরতি হয়ে গেলে, ওই স্থানটিকে অন্তত এক মিটার গভীর মাটি দিয়ে চাপা দিতে হয়। এতে বর্জ্য পদার্থের বিয়োজন দ্রুত হয়। দুর্গন্ধ কম হয়। শিয়াল-কুকুর প্রভৃতি প্রাণী জমে থাকা ময়লা মতুর্দিকে ছড়াতে পারে না। দৃশ্যদূষণ কম হয়। জনস্বাস্থ্য নিরাপদ হতে পারে।

কলকাতা শহরের ল্যান্ডফিল সাইট কোথায় অবস্থিত?

কলকাতা শহরে প্রতিদিন 3500 – 3700 টন মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট (MSW) উৎপন্ন করে তার প্রায় সবটাই পূর্ব কলকারতার ধাপা-তে জমা করা হয়। অর্থাৎ ধাপা হল কলকাতার ডাম্পিং এরিয়া (Dumping area) বা ল্যান্ডফিল সাইট (landfill site)।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *