যোগাযোগ যন্ত্র কাকে বলে? কীভাবে টেলিফোন কাজ করে ব্যাখ্যা কর।

যোগাযোগ যন্ত্র কাকে বলে?

উত্তর : যে সকল যন্ত্রের মাধ্যমে যোগাযোগ করা হয়, তাদেরকে যোগাযোগ যন্ত্র (Communication Device) বলে। যেমন– বেতার, টেলিভিশন (Television), মোবাইল ফোন (Mobile Phone), টেলিফোন (Telephone) ইত্যাদি।

কীভাবে টেলিফোন কাজ করে ব্যাখ্যা কর।

উত্তর : আমরা যখন কথা বলি তখন টেলিফোনের মাউথপিসের মাইক্রোফোনটি কণ্ঠস্বরের শব্দতরঙ্গকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে। এ সংকেত টেলিফোনের তার দিয়ে অপর টেলিফোনের ইয়ারপিসে যায়। ইয়ার পিসের স্পীকার তড়িৎ সংকেতকে শব্দে রূপান্তরিত করে, ফলে গ্রাহক বা শ্রোতা শব্দ শুনতে পান এবং কথার জবাব দেন। এ জবাব শ্রোতার টেলিফোন সেটের মাউথপিসের মাইক্রোফোনের সাহায্যে তড়িৎসংকেতে পরিণত হয়ে প্রেরকের টেলিফোনে ফিরে আসে এবং প্রেরকের ইয়ারপিসের স্পীকারে শব্দে পরিণত হয়, প্রেরক তখন গ্রাহকের কথা শুনতে পায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *