কোনো বস্তুর ভাসা এবং নিমজ্জনের শর্তগুলো উল্লেখ কর।
কোনো বস্তুর ভাসা এবং নিমজ্জনের শর্তগুলো হলো–
- যদি W1 > W2 হয়, অর্থাৎ বস্তুর ওজন (W1) যদি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন (W2) অপেক্ষা বেশি হয় তাহলে বস্তু তরলে ডুবে যাবে।
- যদি W1 = W2 হয়, অর্থাৎ বস্তুর ওজন যদি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হয় তাহলে বস্তুটি তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে।
- যদি W1 < W2 হয়, অর্থাৎ বস্তুর ওজন যদি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের চেয়ে কম হয় তাহলে বস্তুটি তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে।