বিকাশ নাম্বার দিয়ে নাম বের করুন খুব সহজেই।
বিকাশ নাম্বার দিয়ে প্রতারকের নাম বের করুন খুব সহজেই।
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশাকরি সবাই ভালো আছেন। আমি মোঃ রজ্জব আলী আছি আপনাদের সাথে। বর্তমানে বিকাশে ভুল করে টাকা পাঠানো বা বিকাশ প্রতারকদের ধরতে প্রয়োজন হয় তার নাম জানতে। কিন্তু বিকাশ নাম্বার দিয়ে নাম জানা যেতো না।
তবে বর্তমানে আপনি খুব সহজেই বিকাশ নাম্বার দিয়ে গ্রাহক এর নামটি জানতে পারবেন। এর জন্য প্রয়োজন আপনার একটি ইসলামী বাংকের ডিজিটাল ওয়ালেট সেলফিন অ্যাকাউন্টের। প্রথমেই সেলফিন অ্যাপ এখান থেকে ডাউনলোড করে নিন। আগে ডাউনলোড করা থাকলে অ্যাপটি আপডেট করে নিন। পরে অ্যাকাউন্ট না থাকলে একটি অ্যাকাউন্ট করে নিন। তারপরে লগইন করে সেলফিন অ্যাকাউন্টে চলে যান। অ্যাকাউন্টে লগইন করে আসার পরে Fund Transfer এ প্রবেশ করুন।
এবং সবার নিচে দেখুন বিকাশ নামে একটি অপশন আছে। বিকাশ লোগোর উপর ক্লিক করে বিতরে যান।
তারপরে আপনার কাঙ্খিত বিকাশ নাম্বারটি দিয়ে Next বাটনে ক্লিক করুন।
এখন নিচেই দেখুন আপনার দেওয়া বিকাশ নাম্বারটি চলে আসছে। এবং যার নামে বিকাশ অ্যাকাউন্টি রেজিষ্ট্রেশন করা হইছে তার নামটি নিচে চলে আসছে।🥰
এই উপায় টি ফলো করে আপনি সেলফিন থেকে বিকাশে খুব সহজেই টাকা পাঠাতে পারবেন। এখানে ক্লিক করে দেখে নিন কিভাবে সেলফিন থেকে বিকাশে Fund Transfer করবেন।