ম্যাট্রিক্স কাকে বলে?

এক বা একাধিক সংখ্যাকে যদি সারি ও স্তম্ভ সাজিয়ে আয়তকার (বা বর্গাকার) যে বিন্যাস পাওয়া যায়, তাকে ম্যাট্রিক্স (Matrix) বলে। ম্যাট্রিক্সকে সাধারণত প্রথম বন্ধনী (  ) বা তৃতীয় বন্ধনী [  ] বা দুইটি উল্লম্ব জোড়া রেখা ||  || দ্বারা লেখা হয়।

১৮৫০ খ্রিষ্টাব্দে প্রথম James Joseph Sylvester ম্যাট্রিক্সের ধারণা দেন। ১৮৫৭ খ্রিষ্টাব্দে Arthur Cayley তার পত্রিকায় প্রথম বিশ্লেষণমূলক ভাবে ম্যাট্রিক্স প্রকাশ করেন। এ কারণে তাঁকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। একঘাত সমীকরণ জোটের সমাধান করার প্রয়াসে ম্যাট্রিক্সের আবির্ভাব হলেও বিখ্যাত পদার্থবিদ Heisenberg ১৯২৫ খ্রিষ্টাব্দে কোয়ান্টাম বলবিদ্যায় ম্যাট্রিক্সের ব্যবহার শুরু করার পর থেকে ব্যাপকভাবে ম্যাট্রিক্সের ব্যবহার শুরু হয়। বর্তমান ডিজিটাল যুগে বিভিন্ন গাণিতিক সমস্যা কম্পিউটারের মাধ্যমে সমাধানের ক্ষেত্রে ম্যাট্রিক্সের ভূমিকা অপরিসীম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *