মোবাইল ফোন কি?মোবাইল ফোনের সুবিধা
সেল ফোন, সেলুলার ফোন, হ্যান্ডফোন, মুঠোফোন বা মোবাইল ফোন যে নামেই ডাকি না কেন, এটি হচ্ছে একটি তারবিহীন টেলিফোন বিশেষ।মোবাইল এর অর্থ হচ্ছে ভ্রাম্যমান বা স্থানান্তরযোগ্য । এটি সহজেই যেকোন জায়গায় নেওয়া যায় ও ব্যবহার করা যায় বলে একে মোবাইল ফোন বলা হয়।
অর্থাৎ, মোবাইল ফোন হলো একটি ইলেকট্রনিক ডিভাইস।এটি বেস স্টেশনের একটি সেলুলার নেটওয়ার্ক এর মাধ্যমে full-duplex রেডিও টেলিকমিউনিকেশন্সকে ব্যবহার করে । এর কভারেজের আওতায় যেকোন জায়গায় এটি নিয়ে যাওয়া যায়।
মোবাইল ফোনের সুবিধা
- যেকোনো জায়গায় নিয়ে যাওয়া যায়।
- যেকোনো স্থান থেকে যোগাযোগ করা যায়।
- কল ডাইভার্ট, হোল্ড করে রাখা বা ক্যান্সেল করা যায় ।
- SMS, MMS আদান-প্রদান করা যায়।
- একই ফোনে একাধিক সিম ব্যবহার করা যায় ।
- GPS সুবিধা, কল ট্র্যাকিং বা ব্যবহারকারী ও তার অবস্থান সম্পর্কে জানা যায়।
- ব্লুটুথ, ইনফারেট ইত্যাদি সুবিধা পাওয়া যায়।
- ইন্টারনেট কানেক্ট করে ওয়েব ব্রাউজিং এবং ইমেইল করা যায়।
- ছবি তুলা যায়।
- ভিডিও দেখা যায়।
- অডিও শোনা যায় ইত্যাদি ।