কম্পিউটার কি? কম্পিউটারের বৈশিষ্ট্য ও ব্যবহার

কম্পিউটার একটি গ্রিক শব্দ। এটি একটি ইলেকট্রনিক যন্ত্র যা কম্পিউট থেকে এসেছে।কম্পিউট অর্থ হিসাব বা গণনা করা আর কম্পিউটার অর্থ গণনাকারী যন্ত্র। তবে বর্তমানে কম্পিউটারে শুধু গণনাকারী যন্ত্র না বলা যায় না।

কম্পিউটার এমন একটি যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিশ্লেষণ করে এবং উপস্থাপন করে। সভ্যতার বিকাশ ও এর দ্রুত অগ্রগতির মূলে রয়েছে গণিত এবং কম্পিউটারের অনেক প্রভাব।

কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ।তবে আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান। আমাদের দেশে ১৯৬৪ সালে প্রথম কম্পিউটার আসে।

কম্পিউটারের বৈশিষ্ট্য

সবকিছুর মতো কম্পিউটারেরও নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। এগুলো হলো –

  • হাই স্পিড
  • নির্ভুলতা
  • বিশ্বাসযোগ্যতা
  • স্মৃতিশক্তি
  • বহুমুখিতা
  • ক্লান্তিহীনতা
  • অসীম জীবনীশক্তি ইত্যাদি ।

কম্পিউটারের ব্যবহার

  • লেখালিখির কাজে অফিস আদালতে ব্যবহৃত হয়।
  • আবহাওয়ার পূর্বাভাস পর্যবেক্ষণের কাজে।
  • বিভিন্ন জিনিস যেমন – মোটরগাড়ি, বাড়ি, রাস্তা, ব্রিজ ইত্যাদি ডিজাইন করতে।
  • মুদ্রণশিল্পে প্রকাশনামূলক যে কোন কাজে।
  • শিক্ষাক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের গবেষণামূলক কাজে কম্পিউটার ব্যবহৃত হয়।
  • ভিডিও দেখা, টিভি দেখা, গান শোনা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।
  • সংবাদ প্রেরণের ক্ষেত্রে।
  • বর্তমানে অফিসের যাবতীয় ব্যবস্থাপনার কাজে, ব্যাংকিং, শেয়ার বাজার ইত্যাদি প্রতিষ্ঠানে লেনদেনের হিসাব সংরক্ষণ ও তৈরি করতে কম্পিউটার ব্যবহৃত হয় ইত্যাদি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *