মিশ্র শব্দ কি বা কাকে বলে? কয়েকটি মিশ্র শব্দের উদাহরণ

যে সকল শব্দ বিভিন্ন ভাষায় শব্দের সমন্বয়ে গঠিত সেসব শব্দকে মিশ্র শব্দ বলা হয়। যেমন – হাট-বাজার দুটি ভিন্ন শব্দ নিয়ে গঠিত। হাট শব্দটি বাংলা আর বাজার শব্দটি ফারসি।

কয়েকটি মিশ্র শব্দের উদাহরণ

কয়েকটি মিশ্র শব্দের উদাহরণ নিম্নে দেওয়া হলো –

  • রাজা – বাদশা = তৎসম + ফারসি
  • হেড – মৌলভি = ইংরেজি + ফারসি
  • হেড – পন্ডিত = ইংরেজি + তৎসম
  • খ্রিষ্টাব্দ = ইংরেজি + তৎসম
  • ডাক্তার – খানা = ইংরেজি + ফারসি
  • পকেট – মার = ইংরেজি +
  • চৌ – হদ্দি = ফারসি + আরবি
  • হাট – বাজার = বাংলা + ফারসি ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *