ব্রংকাইটিস কি? ব্রংকাইটিসের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও প্রতিকার
মানবদেহের শ্বাসনালির সংক্রমণই হচ্ছে ব্রংকাইটিস। অর্থাৎ, শ্বাসনালীর ভিতরে আবৃত ঝিল্লিতে ব্যাকটেরিয়ার সংক্রমণকেই ব্রংকাইটিস বলে। এ সংক্রমণের ফলে ঝিল্লিগাত্রে প্রদাহ হয়। এ রোগটি এক ধরণের ভাইরাস থেকে হয়।
এটি একটি সাধারণ ফুসফুসের অবস্থা, যেখানে টিউবগুলোর লাইনিং উদ্দীপ্ত হয়। আর এ টিউবগুলো ফুসফুসের ভিতরে ও বাইরে বাতাস নিয়ে যায় এবং এদের জ্বালা, বাতাস চলাচলের জায়গা সরু হওয়ার কারণে শ্বাস-প্রশ্বাসে অসুবিধা করে। ঘন মিউকাস সৃষ্টি হবার জন্য সাধারণত ব্রংকাইটিস কাশি হয়।
ব্রংকাইটিসের ধরণ
ব্রংকাইটিস ২ ধরণের হয়। যথা –
- তীব্র ব্রংকাইটিস
- দীর্ঘস্থায়ী ব্রংকাইটিস
ব্রংকাইটিসের কারণ
- ধুলাবালি ও ধোঁয়াময় পরিবেশের জন্য।
- অস্বাস্থ্যকর পরিবেশে বাস করলে।
- স্যাঁতস্যাতে ধূলিকণা মিশ্রিত আবহাওয়া।
- ঠান্ডা লাগা
- নিয়মিত ধূমপান করা। ইত্যাদি কারণে এ রোগ হতে পারে।
ব্রংকাইটিসের লক্ষণ / উপসর্গ
- কাশি, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হয়।
- বুক শক্ত হয়ে যায়।
- কাশির সময় বুকে ব্যথা অনুভব হয়।
- শক্ত খাবার খেতে পারে না।
- জ্বর হয়।
- শরীর দুর্বল হয়ে পড়ে।
- কাশির সাথে অনেক সময় কফ বা রক্ত বের হয় ইত্যাদি।
তীব্র ব্রংকাইটিস
- ঠান্ডার উপসর্গগুলো দেখা দেয়।
- সামান্য জ্বর থাকে।
- শরীর ব্যথা।
দীর্ঘস্থায়ী ব্রংকাইটিস
- বার বার কাশি হওয়া।
- সামান্য কাশি বা খুব বেশি হতে পারে।
- নিম্নে তিন মাস থাকে।
ব্রংকাইটিসের চিকিৎসা
রোগ নির্ণয়
প্রাথমিক অবস্থায় ব্রংকাইটিসকে একটি সাধারণ ঠান্ডা লাগা থেকে আলাদা করা খুব কঠিন। তবে এ অবস্থার রোগ নির্ণয় করতে চিকিৎসক নিম্নলিখিত পরীক্ষাগুলো করে থাকেন –
- অ্যালার্জি অথবা অন্যান্য রোগের লক্ষণের জন্য থুতুর পরীক্ষা।
- বুকের এক্সরে করা।
- পালমোনারী ফাংশন টেস্ট ধার্য করা।
ব্রংকাইটিসের প্রতিকার
- ধূমপান ও সকল প্রকার নেশা জাতীয় জিনিস পান করা বন্ধ করা।
- অক্সিজেন থেরাপি দেওয়া।
- ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর চিকিৎসা করা।
- পুষ্টিকর তরল ও নরম খাবার খাওয়ানো।
- রোগীকে শুষ্ক পরিবেশে রাখা।
- সম্পূর্ণ বিশ্রাম নেওয়া। ইত্যাদি।
ব্রংকাইটিসের প্রতিরোধ
- ধূমপান, মদ্যপান, নেশা জাতীয় জিনিস থেকে দূরে থাকা।
- অস্বাস্থ্যকর পরিবেশ থেকে দূরে থাকা।
- ধূলাবালিযুক্ত পরিবেশে কাজ করা থেকে বিরত থাকা।
- ঠান্ডা যাতে না লাগে সে ব্যাপারে সতর্ক থাকা।
- বাইরে গেলে মাস্ক ব্যবহার করা। ইত্যাদি।