National University

নতুনদের জন্য ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষা নিয়ে সব প্রশ্নের উত্তর, না জানা থাকলে জেনে নিন।

1 min read

ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষা নিয়ে সব প্রশ্নের উত্তর, আশা করি সকলেই উপকৃত হবে।

১। প্রশ্নঃ ইনকোর্স পরীক্ষা দেওয়া কি বাধ্যতামূলক, না দিলে কোন সমস্যা হবে কিনা?
উত্তরঃ অবশ্যই বাধ্যতামূলক, ইনকোর্স পরীক্ষা না দিলে তুমি ফর্ম ফিলআপ করতে পারবা না। তাছাড়া ইনকোর্স এর মার্ক ২০ এবং বোর্ড পরীক্ষার মার্ক ৮০। এই দুইটা মিলে পাস না করলে বোর্ড পরীক্ষায় তোমার ফেল আসবে।

২। প্রশ্নঃ ইনকোর্স এ কত পেলে পাস হবে?
উত্তরঃ ইনকোর্স পরীক্ষায় ২০ এর ভেতর ৮ পেলে পাস, আর বোর্ড পরীক্ষায় ৮০ এর ভেতর ৩২ পেলে পাস। সুতরাং ১০০ মার্কে তোমাকে অবশ্যই ৪০ পেতে হবে।

৩। প্রশ্নঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষায় ফেল করলে কি কোন সমস্যা হবে?
উত্তরঃ না, তবে ইনকোর্স পরীক্ষায় পাস হওয়া লাগবে। নির্বাচনী পরীক্ষা টা হচ্ছে তুমি কেমন পড়াশোনা করেছ সেটা এই পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করা। ওই নাম্বার বোর্ডে যোগ হবে না, কিন্তু ইনকোর্স এর নাম্বার বোর্ডে যোগ হবে। সুতরাং ইনকোর্স পরীক্ষা টাই ভালোভাবে দিতে হবে।

Answer all the questions about the National University’s Incourse and Electoral Examination

৪। প্রশ্নঃ চারটা ইনকোর্স দিয়ে আর দুইটা যদি না দেই, তাহলে কি কোন সমস্যা হবে?
উত্তরঃ সেটা ডিপার্টমেন্টের স্যারদের সাথে কথা বলতে হবে। তবে কেউ যদি একটা ইনকোর্স পরীক্ষাও না দেয়, তাহলে তার ফর্ম ফিলআপ হবে না। ওই ফর্ম ফিলআপের দিন বিভাগে বসে তাকে আগে ইনকোর্স পরীক্ষা দিয়ে তারপর ফর্ম ফিলআপ করা লাগবে।

৫। প্রশ্নঃ ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষার জন্য কি কি পড়বো?
উত্তরঃ যেহেতু তোমরা ২০২১ সালের পরীক্ষার্থী। সেহেতু ২০১৫ সাল থেকে ২০১৯ সালের সকল বোর্ড প্রশ্ন পড়ে যাও। এর ভেতরেই কমন পাবা। ইনকোর্স নিয়ে এত আপসেট হওয়ার কিছু নেই।

বিঃদ্রঃ ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষার পর পরই তোমাদের ফর্ম ফিলআপের ডেট দিয়ে দেবে। আর তোমাদের ফাইনাল পরীক্ষা মে মাসে আরম্ভ হওয়ার কথা রয়েছে। সুতরাং হাতে বেশি টাইম নেই, এর ভেতরে পড়াশোনা কাভার করে ফেল।

সবার জন্য রইল শুভ কামনা
মাহবুবুর রহমান মহিব
~সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়, যশোর
ব্যবস্থাপনা বিভাগ

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x