গ্রহ কি বা কাকে বলে? গ্রহ কয়টি ও কি কি?

আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি তার নাম হলো ছায়াপথ। আর এই ছায়াপথে রয়েছে সূর্য ও এর পরিবার যাকে সৌরজগৎ বলে। সৌরজগতে রয়েছে সূর্য আর একে ঘিরে রয়েছে আবর্তনশীল গ্রহ। চলুন তাহলে গ্রহ সম্পর্কে জেনে নেই।

গ্রহ কি বা কাকে বলে?

যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো নেই, তাদের গ্রহ বলে। যেমন – পৃথিবী, বুধ, শুক্র ইত্যাদি।

এক কথায় যেসব বস্তু সূর্যের চারদিকে ঘুরে তাদেরকে গ্রহ বলা হয়।

গ্রহ কয়টি ও কি কি?

সূর্যকে ঘিরে আবর্তনশীল গ্রহ ৮ টি। অর্থাৎ গ্রহ ৮ টি। এগুলো হলো –

  • বুধ
  • শুক্র
  • পৃথিবী
  • মঙ্গল
  • বৃহস্পতি
  • শনি
  • ইউরেনাস ও
  • নেপচুন

এসব গ্রহের মধ্যে কোনটার আবার একাধিক উপগ্রহও আছে। যেমন – পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে। তাই চাঁদ পৃথিবীর উপগ্রহ। গ্রহ ও উপগ্রহের কোন আলো ও উত্তাপ নেই।

পৃথিবীর ১ টি, মঙ্গলের ২ টি, বৃহস্পতির ৬৭ টি, শনির ৬২ টি, ইউরেনাসের ২৭ টি এবং নেপচুনের ১৪ টি প্রাকৃতিক উপগ্রহ আছে। এরা এদের গ্রহের মধ্যাকর্ষণ বলের প্রভাবে গ্রহের চারদিকে ঘুরে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *