বিপরীত শব্দ কি? ১০০০+ গুরুত্বপূর্ণ বিপরীতার্থক / বিপরীত শব্দ

বিপরীত শব্দ কি?

যদি কোন শব্দ অন্য একটি শব্দের বিপরীত অর্থ বা ভাব প্রকাশ করে তবে শব্দ দুটিকে পরস্পরের বিপরীত বা বিপরীতার্থক শব্দ বলে। অর্থাৎ, শব্দের উল্টো অর্থ প্রকাশ করলে সে শব্দকে বিপরীত শব্দ বলে।

বিপরীত শব্দ গঠনের নিয়ম

  1. সম্পূর্ণ বিপরীত শব্দ দ্বারা। যেমনঃ আয় – ব্যয়।
  2. উপসর্গযোগে। যেমনঃ কল্যাণ – অকল্যাণ
  3. ভিন্নার্থক প্রত্যয় যুক্ত করে। যেমনঃ শাসক – শাসিত
  4. শব্দের শেষে অন্য শব্দ যোগে। যেমনঃ বুদ্ধিমান – বুদ্ধিহীন
  5. সম্পূর্ণ ভিন্ন শব্দের সাহায্যে। যেমনঃ ভালো – মন্দ ইত্যাদি।

বিপরীত শব্দের প্রয়োজনীয়তা

  • ভাষাকে সমৃদ্ধ করে।
  • ভাষাকে শ্রুতিমধুর ও ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে।
  • ভাষায় বক্তব্যকে সহজে উপস্থাপন করে।
  • বক্তব্যকে যুক্তিগ্রাহ্য করে ভাষাকে প্রাণবন্ত করে তোলে ইত্যাদি।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ

অ দিয়ে গঠিত বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
অকর্মক সকর্মক অজ্ঞ প্রাজ্ঞ
অক্ষম সক্ষম অতিকায় ক্ষুদ্রকায়
অগ্র পশ্চাৎ অতিবৃষ্টি অনাবৃষ্টি
অগ্রজ অনুজ অতীত ভবিষ্যত
অণু বৃহৎ অদ্য কল্য
অচল সচল অধঃ ঊর্ধ্ব
অচলায়তন সচলায়তন অধম উত্তম
অচেতন সচেতন অধমর্ণ উত্তমর্ণ
অলীক সত্য অশন অনশন
অল্পপ্রাণ মহাপ্রাণ অসীম সসীম
অহিংস সহিংস অস্তি নাস্তি
অনুরাগ বিরাগ অনুলোম প্রতিলোম
অনুরক্ত বিরক্ত অগ্রজ অনুজ
অনন্ত সান্ত অনুগ্রহ নিগ্রহ
অস্তগামী উদীয়মান অনুকূল প্রতিকূল

আ দিয়ে গঠিত বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
আকর্ষণ বিকর্ষণ আধার আধেয়
আকুঞ্চন প্রসারণ আপদ সম্পদ
আর্য অনার্য আর্দ্র শুষ্ক
আগত অনাগত আবশ্যক অনাবশ্যক
আগমন প্রস্থান আবশ্যিক ঐচ্ছিক
আজ কাল আবাদি অনাবাদি
আলস্য শ্রম আলো আঁধার
আত্ম পর আবাহন বিসর্জন
আত্মীয় অনাত্মীয় আবির্ভাব তিরোভাব
আদি অন্ত আবির্ভূত তিরোহিত
আদিম অন্তিম আবিল অনাবিল
আশীর্বাদ অভিশাপ আসক্ত নিরাসক্ত
আস্থা অনাস্থা আস্তিক নাস্তিক
আদ্য অন্ত্য আবৃত উন্মুক্ত

ই দিয়ে গঠিত বিপরীতার্থক শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
ইচ্ছুক অনিচ্ছুক ইদানীন্তন তদানীন্তন
ইতর ভদ্র ইষ্ট অনিষ্ট
ইহলৌকিক পারলৌকিক ইহলোক পরলোক
ইতিবাচক নেতিবাচক ইহকাল পরকাল

ঈ দিয়ে গঠিত বিপরীতার্থক শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
ঈদৃশ তাদৃশ ঈষৎ অধিক

উ দিয়ে গঠিত বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
উক্ত অনুক্ত উত্তরায়ণ দক্ষিণায়ন
উগ্র সৌম্য উত্তাপ শৈত্য
উচ্চ নীচ উত্তীর্ণ অনুত্তীর্ণ
উজান ভাটি উত্থান পতন
উন্নত অবনত উন্নতি অবনতি
উন্মুখ বিমুখ উন্নয়ন অবনমন
উঠতি পড়তি উত্থিত পতিত
উঠন্ত পড়ন্ত উদয় অস্ত
উৎকৃষ্ট নিকৃষ্ট উদ্ধত বিনীত/ নম্র
উপকর্ষ অপকর্ষ উন্মীলন নিমীলন
উৎকর্ষ অপকর্ষ উদ্বৃত্ত ঘাটতি
উৎরাই চড়াই উদ্যত বিরত
উপচয় অপচয় অপকারী অপকারী
উপচিকীর্ষা অপচিকীর্ষা উপকারিতা অপকারিতা
উত্তম অধম উদ্যম বিরাম
উত্তমর্ণ অধমর্ণ উর্বর ঊষর
উত্তর দক্ষিণ উষ্ণ শীতল

ঊ দিয়ে গঠিত বিপরীতার্থক শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
ঊষর উর্বর ঊষা সন্ধ্যা
ঊর্ধ্ব অধঃ ঊর্ধ্বগতি অধোগতি
ঊর্ধ্বতন অধস্তন ঊর্ধ্বগামী অধোগামী

ঋ দিয়ে গঠিত বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
ঋজু বক্র

এ দিয়ে গঠিত বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
একান্ন পৃথগান্ন একাল সেকাল
একূল ওকূল এখন তখন

ঐ দিয়ে গঠিত বিপরীতার্থক শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
ঐকমত্য মতভেদ ঐশ্বর্য দারিদ্র্য
ঐক্য অনৈক্য ঐহিক পারত্রিক

ও দিয়ে গঠিত বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
ওস্তাদ সাকরেদ

ঔ দিয়ে গঠিত বিপরীতার্থক শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
ঔদার্য কার্পণ্য ঔচিত্য অনৌচিত্য
ঔদ্ধত্য বিনয় ঔজ্জ্বল্য ম্লানিমা

ক দিয়ে গঠিত বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
কচি ঝুনা কুৎসিত সুন্দর
কদাচার সদাচার কুফল সুফল
কনিষ্ঠ জ্যেষ্ঠ কুবুদ্ধি সুবুদ্ধি
কপট সরল/অকপট কুমেরু সুমেরু
কপটতা সরলতা কুরুচি সুরুচি
কর্মঠ অকর্মণ্য কুলীন অন্ত্যজ
কল্পনা বাস্তব কুশাসন সুশাসন
কাপুরুষ বীরপুরুষ কুশিক্ষা সুশিক্ষা
কুঞ্চন প্রসারণ কৃতজ্ঞ অকৃতজ্ঞ/ কৃতঘ্ন
কুটিল সরল কৃপণ বদান্য
কুৎসা প্রশংসা কৃশ স্থূল

খ দিয়ে গঠিত বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
খ্যাত অখ্যাত খুচরা পাইকারি
খ্যাতি অখ্যাতি খেদ হর্ষ

গ দিয়ে গঠিত বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
গঞ্জনা প্রশংসা গূঢ় ব্যক্ত
গতি স্থিতি গুপ্ত প্রকাশিত
গদ্য পদ্য গৃহী সন্ন্যাসী
গণ্য নগণ্য গ্রহণ বর্জন
গরল অমৃত গৃহীত বর্জিত
গ্রামীণ নাগরিক গ্রাম্য শহুরে
গৌণ মুখ্য গৌরব অগৌরব
গরিমা লঘিমা গেঁয়ো শহুরে
গরিষ্ঠ লঘিষ্ঠ গোপন প্রকাশ
গ্রাহ্য অগ্রাহ্য

ঘ দিয়ে গঠিত বিপরীতার্থক শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
ঘাটতি বাড়তি ঘাত প্রতিঘাত
ঘৃণা শ্রদ্ধা

চ দিয়ে গঠিত বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
চক্ষুষ্মান অন্ধ চল অচল
চঞ্চল স্থির চলিত অচলিত/সাধু
চড়াই উৎরাই চিন্তনীয় অচিন্ত্য/অচিন্তনীয়
চতুর নির্বোধ চুনোপুটি রুই-কাতলা

ছ দিয়ে গঠিত বিপরীতার্থক শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
ছটফটে শান্ত

জ দিয়ে গঠিত বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
জঙ্গম স্থাবর জল স্থল
জড় চেতন জলে স্থলে
জ্যোৎস্না অমাবস্যা জোড় বিজোড়
জটিল সরল জলচর স্থলচর
জনাকীর্ণ জনবিরল জাতীয় বিজাতীয়
জন্ম মৃত্যু জাল আসল
জ্ঞাত অজ্ঞাত জ্যেষ্ঠা কনিষ্ঠা
জোয়ার ভাটা জ্ঞানী মূর্খ
জমা খরচ জিন্দা মুর্দা
জরিমানা বকশিশ জীবন মরণ
জাগ্রত ঘুমন্ত/সুপ্ত জীবিত মৃত
জাগরণ ঘুম/সুপ্ত জৈব অজৈব

ঠ দিয়ে গঠিত বিপরীতার্থক শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
ঠুনকো মজবুত

ড দিয়ে গঠিত বিপরীতার্থক শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
ডুবন্ত ভাসন্ত

ত দিয়ে গঠিত বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
তদীয় মদীয় তারুণ্য বার্ধক্য
তন্ময় মন্ময় তিমির আলোক
তীক্ষ্ণ স্থূল তীব্র মৃদু
তুষ্ট রুষ্ট ত্বরিত শ্লথ
তস্কর সাধু তিরস্কার পুরস্কার
তাপ শৈত্য তীর্যক ঋজু

দ দিয়ে গঠিত বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
দক্ষিণ বাম দুর্জন সুজন
দণ্ড পুরস্কার দুর্দিন সুদিন
দাতা গ্রহীতা দুর্নাম সুনাম
দেনা পাওনা দৃঢ় শিথিল
দেশী বিদেশী দৃশ্য অদৃশ্য
দিবস রজনী দুর্বুদ্ধি সুবুদ্ধি
দিবা নিশি/রাত্রি দুর্ভাগ্য সৌভাগ্য
দিবাকর নিশাকর দুর্মতি সুমতি
দোস্ত দুশমন দোষ গুণ
দ্বিধা নির্দ্বিধা/ দ্বিধাহীন দোষী নির্দোষ
দীর্ঘ হ্রস্ব দুর্লভ সুলভ
দ্বৈত অদ্বৈত দ্যুলোক ভূলোক
দীর্ঘায়ু স্বল্পায়ু দুষ্কৃতি সুকৃতি
দুঃশীল সুশীল দুষ্ট শিষ্ট
দুরন্ত শান্ত দূর নিকট
দুর্গম সুগম দ্রুত মন্থর

ধ দিয়ে গঠিত বিপরীতার্থক শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
ধনাত্মক ঋণাত্মক ধারালো ভোঁতা
ধনী নির্ধন/দরিদ্র ধামির্ক অধার্মিক
ধবল শ্যামল ধূর্ত বোকা
ধৃত মুক্ত

ন দিয়ে গঠিত বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
নতুন পুরাতন নিন্দা জাগরণ
নবীন নিন্দিত নিয়োগ বরখাস্ত
নবীন প্রবীণ নিরক্ষর সাক্ষর
নিশ্চয়তা অনিশ্চয়তা নির্মল মলিন
নীরস সরস নির্লজ্জ সলজ্জ
নর নারী নিরবলম্ব স্বাবলম্ব
নশ্বর অবিনশ্বর নিরস্ত্র সশস্ত্র
নাবালক সাবালক নিরাকার সাকার
নৈতিকতা অনৈতিকতা নিশ্চেষ্ট সচেষ্ট
নৈসর্গিক কৃত্তিম নৈঃশব্দ্য সশব্দ
নিঃশ্বাস প্রশ্বাস নির্দয় সদয়
নিকৃষ্ট উৎকৃষ্ট নির্দিষ্ট অনির্দিষ্ট
নিত্য অনিত্য নির্দেশক অনির্দেশক
ন্যায় অন্যায় ন্যূন অধিক

প দিয়ে গঠিত বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
পক্ষ বিপক্ষ পূণ্যবান পূণ্যহীন
পটু অপটু পুরস্কার তিরস্কার
পণ্ডিত মূর্খ পুষ্ট ক্ষীণ
প্রবেশ প্রস্থান প্রফুল্ল ম্লান
প্রভু ভৃত্য প্রবীণ নবীন
পতন উত্থান পূর্ণিমা অমাবস্যা
পথ বিপথ পূর্ব পশ্চিম
পবিত্র অপবিত্র পূর্ববর্তী পরবর্তী
পরকীয় স্বকীয় পূর্বসূরী উত্তরসূরী
প্রসারণ সংকোচন/আকুঞ্চন প্রশ্বাস নিঃশ্বাস
প্রাচ্য প্রতীচ্য প্রসন্ন বিষণ্ণ
পরার্থ স্বার্থ পূর্বাহ্ণ অপরাহ্ণ
পরিকল্পিত অপরিকল্পিত প্রকাশিত অপ্রকাশিত
প্রায়শ কদাচিৎ প্রাচীন অর্বাচীন
প্রারম্ভ শেষ প্রতিকূল অনুকূল
পরিশোধিত অপরিশোধিত প্রকাশ গোপন
পরিশ্রমী অলস প্রকাশ্যে নেপথ্যে
পাপ পূণ্য প্রজ্জ্বলন নির্বাপণ
পাপী নিষ্পাপ প্রত্যক্ষ পরোক্ষ
পার্থিব অপার্থিব প্রধান অপ্রধান
প্রীতিকর অপ্রীতিকর

ফ দিয়ে গঠিত বিপরীতার্থক শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
ফলন্ত/ফলনশীল নিস্ফলা ফলবান নিস্ফল
ফাঁপা নিরেট

ব দিয়ে গঠিত বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
বক্তা শ্রোতা বাধ্য অবাধ্য
বন্দনা গঞ্জনা বামপন্থী ডানপন্থী
বন্দী মুক্ত বাস্তব কল্পনা
বিফল সফল বিফলতা সফলতা
বিয়োগান্ত মিলনান্ত বিবাদ সুবাদ
বদ্ধ মুক্ত বাল্য বার্ধক্য
বন্ধন মুক্তি বাহুল্য স্বল্পতা
বন্ধুর মসৃণ বাহ্য আভ্যন্তর
বন্য পোষা বিজেতা বিজিত
বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ বিদ্বান মূর্খ
বরখাস্ত বহাল বিধর্মী স্বধর্মী
বর্ধমান ক্ষীয়মান বিনয় ঔদ্ধত্য
বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু বিনীত উদ্ধত
বহির্ভূত অন্তর্ভূক্ত বিপন্ন নিরাপদ
বাদি বিবাদি বিপন্নতা নিরাপত্তা

ভ দিয়ে গঠিত বিপরীতার্থক শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
ভক্তি অভক্তি ভাটা জোয়ার
ভূত ভবিষ্যত ভূমিকা উপসংহার
ভদ্র ইতর ভাসা ডোবা
ভীরু নির্ভীক ভোগ ত্যাগ
ভেদ অভেদ

ম দিয়ে গঠিত বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
মঙ্গল অমঙ্গল মহাত্মা দুরাত্মা
মঞ্জুর নামঞ্জুর মানানসই বেমানান
মুক্ত বন্দী মুখ্য গৌণ
মতৈক্য মতানৈক্য মান্য অমান্য
মূর্ত বিমূর্ত মূর্খ জ্ঞানী
মসৃণ খসখসে মিতব্যয়ী অমিতব্যয়ী
মহৎ নীচ মিথ্যা সত্য
মৌখিক লিখিত মৌলিক যৌগিক
মহাজন খাতক মিলন বিরহ

য দিয়ে গঠিত বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
যত্ন অযত্ন যুদ্ধ শান্তি
যশ অপযশ যোগ বিয়োগ
যুক্ত বিযুক্ত যোগ্য অযোগ্য
যুগল একক যোজন বিয়োজন
যৌথ একক যৌবন বার্ধক্য

র দিয়ে গঠিত বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
রক্ষক ভক্ষক রাজি নারাজ
রমণীয় কুৎসিত রুগ্ন সুস্থ
রোদ বৃষ্টি রোগী নিরোগ
রসিক বেরসিক রুদ্ধ মুক্ত
রাজা প্রজা রুষ্ট তুষ্ট

ল দিয়ে গঠিত বিপরীতার্থক শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
লঘিষ্ঠ গরিষ্ঠ লাজুক নির্লজ্জ
লঘু গুরু লেজ মাথা
লেনা দেনা লেন দেন
লব হর লৌকিক অলৌকিক

শ দিয়ে গঠিত বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
শঠ সাধু শিষ্ট অশিষ্ট
শঠতা সাধুতা শিষ্য গুরু
শায়িত উত্থিত শীত গ্রীষ্ম
শূণ্য পূর্ণ শুষ্ক সিক্ত
শয়ন উত্থান শীতল উষ্ণ
শোভন অশোভন শ্বাস প্রশ্বাস
শারীরিক মানসিক শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ
শালীন অশালীন শুচি অশুচি
শাসক শাসিত শুদ্ধ অশুদ্ধ
শিক্ষক ছাত্র শুভ্র কৃষ্ণ

স দিয়ে গঠিত বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
সংকীর্ণ প্রশস্ত সদৃশ বিসদৃশ
সংকোচন প্রসারণ সধবা বিধবা
সুকৃতি দুষ্কৃতি সাহসিকতা ভীরুতা
সুগম দুর্গম সিক্ত শুষ্ক
সংকুচিত প্রসারিত সন্ধি বিগ্রহ
সংক্ষিপ্ত বিস্তৃত সন্নিধান ব্যবধান
সংক্ষেপ বিস্তার সফল বিফল
সংক্ষেপিত বিস্তারিত সবল দুর্বল
সুন্দর কুৎসিত সুধা জাগ্রত
সুদর্শন কুদর্শন সুপ্ত জাগ্রত
সংগত অসংগত সবাক নির্বাক
সংযত অসংযত সমতল অসমতল
সংযুক্ত বিযুক্ত সমষ্টি ব্যষ্টি
সংযোগ বিয়োগ সমাপিকা অসমাপিকা
সংযোজন বিয়োজন সমাপ্ত আরম্ভ
সংশ্লিষ্ট বিশ্লিষ্ট সম্পদ বিপদ
সুয়ো দুয়ো সুশীল দুঃশীল
সুষম অসম সুশ্রী কুশ্রী
সংশ্লেষণ বিশ্লেষণ সম্প্রসারণ সংকোচন
সংহত বিভক্ত সম্মুখ পশ্চাত
সংহতি বিভক্তি সরব নিরব
সুসহ দুঃসহ সুস্থ দুস্থ
সৃষ্টি ধ্বংস সূক্ষ্ম স্থূল
সকর্মক অকর্মক সরল কুটিল/জটিল
সকাল বিকাল সশস্ত্র নিরস্ত্র
সক্রিয় নিষ্ক্রিয় সস্তা আক্রা
সক্ষম অক্ষম সসীম অসীম
সচল নিশ্চল সহযোগ অসহযোগ
সৌখিন পেশাদার স্তুতি নিন্দা
সৌভাগ্যবান দুর্ভাগ্যবান/ভাগ্যহত স্তাবক নিন্দুক
সচেতন অচেতন সহিষ্ণু অসহিষ্ণু
সচেষ্ট নিশ্চেষ্ট সাঁঝ সকাল
সচ্চরিত্র দুশ্চরিত্র সাকার নিরাকার
সজাগ নিদ্রিত সাক্ষর নিরক্ষর
স্থলভাগ জলভাগ স্বনামী বেনামী
স্থাবর জঙ্গম স্নিগ্ধ রুক্ষ
সজ্জন দুর্জন সাদৃশ্য বৈসাদৃশ্য
সজ্ঞান অজ্ঞান সাফল্য ব্যর্থতা
সঞ্চয় অপচয় সাবালক নাবালক
স্থির অস্থির স্বর্গ নরক
স্মৃতি বিস্মৃতি স্বাতন্ত্র্য সাধারণত্ব
স্বার্থপর পরার্থপর স্বাধীন পরাধীন
সতী অসতী সাবালিকা নাবালিকা
সত্বর ধীর সাম্য বৈষম্য
সদয় নির্দয় সার অসার
সদর অন্দর সার্থক নিরর্থক
সদাচার কদাচার সাহসী ভীরু

হ দিয়ে গঠিত বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
প্রদত্ত শব্দ বিপরীত
শব্দ
হ্রস্ব দীর্ঘ হৃদ্যতা শত্রুতা
হরণ পূরণ হাল সাবেক
হর্ষ বিষাদ হালকা ভারি
হাজির গরহাজির হিত অহিত
হার জিত হিসেবি বেহিসেবি
হ্রাস বৃদ্ধি

ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বিগত বছরের প্রশ্ন

  1. সঞ্চয়-অপচয়
  2. সংশয়’-এর বিপরীতার্থক শব্দ (ঘ-২০০৫-০৬)
  3. ‘অহ্ন’ শব্দের বিপরীতার্থক শব্দ (ঘ-২০০৪-০৫)
  4. ‘উচাটন’ এর বিপরীতার্থক শব্দ কোনটি? (ঘ-২০০৩-০৪)
  5. ‘ঊষর’ এর বিপরীত শব্দ কোনটি? (ঘ-২০০২-০৩)
  6. ‘উদ্ধত’ এর বিপরীত শব্দ (ঘ-২০০১-০২)
  7. ‘জঙ্গম’ এর বিপরীত শব্দ (ঘ-২০০১-০২)
  8. ‘চঞ্চল’ এর বিপরীত শব্দ (ঘ-২০০০-০১)
  9. সঠিক বিপরীত শব্দজোড়া (ঘ-২০০৬-০৭)
  10. ইষ্ট-শিষ্ট
  11. ক্ষীপ্র-দীপ্র
  12. আগ্রহ-নিগ্রহ
  13. ‘গৃহী’ শব্দের বীপরীতার্থক শব্দ (ঘ-২০০৮-০৯)
  14. ‘চঞ্চল’-এর বিপরীত শব্দ- (ঘ-২০১০-১১)
  15. সচেষ্ট’ শব্দের বিপরীত শব্দ কী? (ক-২০০৬-০৭)
  16. ব্যষ্টির বিপরীতার্থক শব্দ- (ক-২০০৬-০৭)
  17. ‘জুলমাত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? (ক-২০০৭-০৮)
  18. ‘উর্বর’ শব্দের বিপরীত শব্দ- (ক-২০০৮-০৯)
  19. ‘স্থির’ শব্দের বিপরীত শব্দ- (ক-২০০৯-১০)
  20. ‘বর্ধমান’ শব্দের বিপরীত শব্দ: (গ-২০০৮-০৯)
  21. ‘সৌম্য’- এর বিপরীতার্থক শব্দ কোনটি? (গ-২০০৮-০৯)
  22. ‘ঐহিক’ শব্দের বিপরীত শব্দ কি? (গ-২০০৭-০৮)
  23. ‘মর্সিয়া’ শব্দের বিপরীত অর্থ: (গ-২০০৬-০৭)
  24. ‘মনীষা’ শব্দের বিপরীত অর্থ: (গ-২০০৬-০৭)
  25. ‘লগ্ন’ এর বিপরীত শব্দ কোনটি? (গ-২০০১-০২)
  26. উগ্র-সৌম্য (ডাক বিভাগের পোস্টাল অপারেটর ২০১৬, ১৩তম শিক্ষক নিবন্ধন স্কল/সমপর্যায়, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ১০, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ০৯)
  27. প্রাচী-প্রতীচী (৮ম বিজেএস (সহকারী জজ) ১৩)
  28. উত্তপ্ত শব্দের বিপরীতার্থক শব্দ: শীতল (স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকোশীলী ২০১৬)
  29. গৃহী-সন্ন্যাসী (৩৩তম বিসিএস, খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক ১২)
  30. সংশয়-প্রত্যয় (১১তম বিসিএস, পঞ্চম বিজেএস (সহকারী জজ)১০, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০১২)
  31. জঙ্গম-স্থাবর (২৪তম বিসিএস, তথ্য মন্ত্রণালয়ের (গণযোগাযোগ প্রশিক্ষণ) সহকারী পরিচালক ০১, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ ০৯)
  32. অলীক’ এর বিপরীত শব্দ-বাস্তব (১৩তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা কলেজ/সমপর্যায় ২০১৬)
  33. আকস্মিক-চিরন্তন (রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক শিক্ষক ১১)
  34. নিরাকার-সাকার (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০১২)
  35. অমৃত-গরল(ATEO ২০০৯)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *