দ্রাব্যতা কাকে বলে? What is called Solubility?
দ্রাব্যতা কাকে বলে? (What is called Solubility in Bengali/Bangla?)
কোনো নির্দিষ্ট তাপমাত্রায় যত গ্রাম দ্রব 100g দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে সেই ভর প্রকাশক সংখ্যাকে ঐ তাপমাত্রায় ঐ দ্রবের দ্রাব্যতা বলে। অর্থাৎ কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 100g দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যত গ্রাম দ্রবের প্রয়োজন হয়, তাকে ঐ তাপমাত্রায় ঐ দ্রবের দ্রাব্যতা বলে। দ্রাব্যতাকে “S” দ্বারা প্রকাশ করা হয়।