আর্থিং কি? আর্থিং কত প্রকার? আর্থিং এর উপাদান কি কি? What is Earthing?

আর্থিং এর অর্থ হলো কম রেজিস্ট্যান্স (Resistance) সম্পন্ন তার দিয়ে বৈদ্যুতিক যন্ত্রপাতিকে আর্থের সাথে সংযোগ করা, যেন যন্ত্রপাতি ব্যবহারকারী নিরাপদে সেগুলো ব্যবহার করতে পারে। ইহা ব্যবহৃত ঐ যন্ত্রের বডির ভোল্টেজ শূন্য মানে রাখবে আর ব্যবহারকারী সকল ক্ষেত্রেই বৈদ্যুতিক শক থেকে নিরাপদ থাকবে। এ ক্ষেত্রে সাপ্লাইয়ের নিউট্রাল সঠিকভাবে আর্থ করা থাকতে হবে। বৈদ্যুতিক নিরাপদ বিধি অনুযায়ী আর্থিং হবে এমন যেন কোন বিপদ ছাড়াই আর্থিং দিয়ে এনার্জি ডিসচার্জ হতে পারে।

আর্থিং এর সংজ্ঞা (Definition of Earthing)

কোন তার, তারের আবরণ, কলকব্জা, কিংবা আসবাবপত্রের ব্যবহারের ধাতব আবরণ প্রভৃতির সঙ্গে মাটির বৈদ্যুতিক সংযোগ স্থাপন করাকে আর্থিং বলে।

অথবা, অনাকাঙ্ক্ষিত বিদ্যুতের হাত হতে বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং মানুষকে রক্ষা করে বৈদ্যুতিক যন্ত্রপাতির ধাতু নির্মিত বহিরাবরণ হতে বৈদ্যুতিক কারেন্টকে কোন তারের সাহায্যে নিরাপদে মাটিতে প্রেরণের ব্যবস্থাকে আর্থিং বলে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *