ডিবেঞ্চার কি?
ডিবেঞ্চার হচ্ছে একটি জামানতবিহীন বন্ড। ফলে বন্ডের অধিকাংশ বৈশিষ্ট্য ডিবেঞ্চারে রয়েছে। বন্ড ও অগ্রাধিকার শেয়ারের মতো ডিবেঞ্চারও আমাদের দেশে খুব বেশি দেখা যায় না। বন্ডের তুলনায় এর নিজস্ব বৈশিষ্ট্য হচ্ছে, ডিবেঞ্চারের বিপরীতে কোনাে জামানত থাকে না। ডিবেঞ্চারের বিপরীতে জামানত থাকে না বিধায় সব কোম্পানির ডিবেঞ্চার বিনিয়ােগকারীরা ক্রয় করে না।