অর্থনীতিতে উপযোগ বলতে কি বুঝায়? উপযোগ এর বৈশিষ্ট্য
সাধারণ অর্থে ‘উপযোগ’ বলতে উপকারিতাকে বুঝায়। কিন্তু অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবা সামগ্রীর মধ্যে ভোক্তার অভাব পূরণ করার যে ক্ষমতা থাকে, তাকে উপযোগ (Utility) বলে। যেমন– খাদ্য মানুষের ক্ষুধার অভাব পূরণ করে, কিংবা শিক্ষা মানুষের জ্ঞানের অভাব পূরণ করে থাকে। খাদ্য অথবা শিক্ষার এরূপ অভাব পূরণের ক্ষমতাকেই উপযোগ (Utility) বলে।
উপযোগ এর বৈশিষ্ট্য
- উপযোগের বৈশিষ্ট্যসমূহ নিচে তুলে ধরে হলো–
- উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য।
- উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য।
- অর্থের প্রান্তিক উপযোগ স্থির।
- উপযোগ একটি মানসিক ধারণা।
- ভোগের মাধ্যমে উপযোগ প্রকাশ পায়।
- উপযোগের ক্ষেত্রে নীতি-নৈতিকতার বিষয়টি বিবেচিত হয় না।
- স্থান-কাল-পাত্রভেদে উপযোগের পার্থক্য হয়।