যুগ্ম বা দ্বৈত বীমা কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা।
যদি কোন বীমা গ্রহীতা একই বিষয়বস্তুর উপর দুটি বীমা কোম্পানীর সাথে আলাদা আলাদা বীমা চুক্তি করেন, তাহলে তাকে যুগ্ম বা দ্বৈত বীমা বলে।
ধরুন, জনাব আব্দুর রহিম তাঁর একটি বাড়ী ‘ক’ কোম্পানীর সাথে ৫,০০,০০০ টাকায় বীমা করল। তারপর উক্ত বাড়ীটি ‘খ’ কোম্পানীর সাথে ৪,০০,০০০ টাকায় পূনরায় একটি বীমা চুক্তি করল। এটি একটি যুগ্ম বীমার উদাহরণ। মনে করুন বাড়িটি আগুনে আংশিক পুড়ে গেল এবং তাতে ২,০০,০০০ টাকার ক্ষতি হলাে। জনাব রহিম উভয় কোম্পানীর কাছ থেকে মােট (১,০০,০০০ + ১,০০,০০০) = ২,০০,০০০ ক্ষতিপূরণ আদায় করতে পারবেন। তিনি ক্ষতির বেশী টাকা দাবী করতে পারবেন না।
কারণ বীমা একটি ক্ষতি পূরণের চুক্তি। কাউকে বীমা থেকে লাভ করতে দেওয়া হয় না। শুধু ক্ষতিপূরণ করা হয়। কিন্তু জীবন বীমার ক্ষেত্রে এর ব্যতিক্রম। মানুষের জীবন যেহেতু টাকার দ্বারা পরিমাপ করা যায় না, তাই যত টাকার বীমা করা হয় তত টাকাই তিনি পাবেন। যেমন ধরুন জনাব জাহিদ দুটি বীমা কোম্পানীর সাথে তার জীবনের উপর আলাদা দুটি (ক কোম্পানীর সাথে ২,০০,০০০ টাকা খ কোম্পানীর সাথে ৩,০০,০০০ টাকা) ৫,০০,০০০ টাকার বীমা পত্র গ্রহণ করলেন। যদি তিনি বীমা চলাকালীন সময়ে মারা যান তবে তিনি (২,০০,০০০ + ৩,০০,০০০) = ৫,০০,০০০ টাকা দুটি কোম্পানী থেকে পাবেন।
সাধারণত: জীবন বীমার ক্ষেত্রে যুগ্মবীমা অধিক প্রচলিত ও লাভজনক। কিন্তু নৌ, অগ্নি প্রভৃতি যেহেতু ক্ষতি পূরণের চুক্তি, তাই প্রকৃত ক্ষতির বেশী ক্ষতিপূরণ পাবে না বিধায় এক্ষেত্রে যুগ্ম বীমা লাভজনক নয়।