বিহিত মুদ্রা ও আমানতের মধ্যে পার্থক্য কি?

দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম এবং ব্যবসায়িক লেনদেনের দেনা-পাওনা পরিশোধে বিহিত মুদ্রা ও ব্যাংক আমানত উভয়ই ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য বিদ্যমান। যেমন–

  • রাষ্ট্র বা সরকার দ্বারা স্বীকৃত মুদ্রাই হলো বিহিত মুদ্রা। কিন্তু ব্যাংক আমানতের তেমন কোনো স্বীকৃতি নেই।
  • বিহিত মুদ্রা ধারণায় রাষ্ট্র ও সরকার জড়িত। কিন্তু ব্যাংক আমানতের সাথে সরকারি ও বেসরকারি ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান জড়িত।
  • বিহিত মুদ্রার তারল্য অসীম, বিহিত মুদ্রা দিয়ে কোনো কিছু কেনা যায়। কিন্তু ব্যাংক আমানতের তারল্য খুব কম, ইচ্ছে করলেই তা দিয়ে কোনো কিছু কেনা যায় না।
  • বিহিত মুদ্রা গ্রহণে সবাই বাধ্য থাকে। কিন্তু ব্যাংক আমানত গ্রহণে কাউকে বাধ্য করা যায় না।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *