গ্রামীণ খাত কী? বাংলাদেশে কৃষির অনগ্রসরতার কারণ কী?
গ্রামীণ জনগণের অর্থনৈতিক কার্যাবলির সমষ্টি হলো গ্রামীণ খাত।
বাংলাদেশে কৃষির অনগ্রসরতার কারণ কী?
বাংলাদেশে কৃষির অনগ্রসরতার প্রধান কারণ ঔপনিবেশিক শাসনব্যবস্থার বৈষম্যমূলক উন্নয়ন বাজেট, সনাতন পদ্ধতিতে চাষাবাদ, ভূ-প্রাকৃতিক অবস্থান, কৃষিপণ্যের বাজারজাতকরণ, বিপণন ও গুদামজাতকরণের অপর্যাপ্ততা ইত্যাদি।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন শাসকগোষ্ঠী এ দেশে এসে কৃষকদেরকে জোরপূর্বক চাষাবাদ করিয়ে নিজ দেশে নিয়ে গেছে। যেমন- নীল চাষ। এই নীল চাষ তখনকার কৃষি ব্যবস্থাকে অনেক ক্ষতিগ্রস্ত করেছিল। তাছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে এ দেশে বন্যা, খরা, দুর্ভিক্ষ, ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছিল, যা কৃষি অর্থনীতিকে সামনে এগিয়ে যেতে ব্যাহত করেছে।