ইসলামী অর্থব্যবস্থা কি? অভাব নির্বাচন বলতে কী বোঝ?
ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে কোরআন ও হাদীস অনুযায়ী পরিচালিত অর্থব্যবস্থা। এ অর্থব্যবস্থায় অর্থনৈতিক কার্যাবলির মৌলিক নীতিমালা স্থির হয় ইসলাম ধর্মের ৫টি মৌল স্তম্ভ, পবিত্র কোরআনের নির্দেশনাবলি ও রাসুল (সা:)-এর হাদিসের বিধান অনুসারে। ইসলামি অর্থব্যবস্থায় সুদ লেনদেন হারাম বা নিষিদ্ধ।
অভাব নির্বাচন বলতে কী বোঝ?
সীমিত সম্পদ দ্বারা অসীম অভাবের মধ্যে কোন গুরুত্বপূর্ণ অভাব প্রথমে পূরণ করা হবে তা নির্ধারণ করাই হলো অভাব নির্বাচন।
একই সময়ে মানুষ অসংখ্য অভাবের সম্মুখীন হয়। সীমিত সম্পদের সাহায্যে এ অসীম অভাব পূরণ করতে হলে অভাবগুলোকে গুরুত্বের ভিত্তিতে নির্বাচন করতে হয়। সীমিত সম্পদের বিকল্প ব্যবহারযোগ্যতার কারণে ‘পছন্দ’ বা ‘নির্বাচন করা হলে এর মাধ্যমে তৃপ্তি বা উপযোগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো সম্ভব।