টর্নেডো কি? টর্নেডোর সময় আমাদের করণীয় কি কি? What is Tornado?

টর্নেডো হলো সরু, ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ুপ্রবাহ। এই বায়ুপ্রবাহ আকাশের বজ্রমেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। টর্নেডো আকারে সাধারণত এক কিলোমিটারের কম হয়। টর্নেডোর ফলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। যেমন- ঘরবাড়ির ছাদ উড়িয়ে নিয়ে যেতে পারে, দেয়াল ভেঙে যেতে পারে এবং ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। শক্তিশালী টর্নেডো বড় বড় স্থাপনা ভেঙে ফেলতে পারে।

টর্নেডোর সময় আমাদের করণীয় কি কি?

টর্নেডোর সময় করণীয় বিষয়গুলো হলো–

  • নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া।
  • টিনের ঘর আছে এমন জায়গা থেকে নিরাপদে থাকা।
  • রেডিও বা টেলিভিশনের সতর্ক সংবাদ শোনা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *