যে টুলস বা ইন্সট্রুমেন্টের সাহায্যে কোন যন্ত্র বা যন্ত্রাংশের মাপ নির্ধারিত মাপের লিমিটের মধ্যে আছে কিনা তা পরিমাপ বা চেক করা যায়, তাকে গেজ বলে।
গেজ ব্যবহারের সুবিধা
গেজ ব্যবহারের নিম্নলিখিত সুবিধাগুলাে পাওয়া যায়। যথাঃ
- গেজ স্কেল বিহীন হওয়ার কারণে মাপ পড়ার জন্য বাড়তি সময়ের অপচয় হয় না।
- গেজ ব্যবহারের পঠনজনিত ত্রুটি হয় না।
- পুনঃপুনঃ নিয়ন্ত্রণ করতে হয় না বলে অপারেটরের বিরক্তি সৃষ্টি হয় না।
- গেজের সাহায্য পরিদর্শন করতে দক্ষ শ্রমিকের প্রয়ােজন হয় না।
- পরিমাপক যন্ত্রপাতি অপেক্ষা গেজ সরল আকৃতির হয়ে থাকে।
- এটাতে অধিকাংশ ক্ষেত্রে কোন অ্যাডজাস্টেবল অংশ না থাকার কারণে পরিদর্শনের কাজ কম সময়ে সম্পন্ন করা যায়।
গেজ ব্যবহারের অসুবিধা
গেজ ব্যবহারের নিম্নলিখিত অসুবিধাগুলাে পাওয়া যায়। যথাঃ
- গেজ দিয়ে কেবলমাত্র একটি মাপ পরিদর্শন করা যায়।
- পরিদর্শনীয় মাপটি পাঠ করা যায় না।
- গেজ ব্যবহারে মূল মাপটি পাওয়া যায় না।
- দীর্ঘদিন ব্যবহারে পরিদর্শনীয় মাপটি ত্রুটিযুক্ত হওয়ার সম্ভাবনা থাকে।
- গেজ তৈরিতে দক্ষ শ্রমিকের প্রয়ােজন হয়।