মিলিং অ্যাটাচমেন্ট বলতে কি বুঝায়?
মিলিং অ্যাটাচমেন্ট বলতে মিলিং মেশিন এর জন্য বিশেষভাবে নির্মিত কিছু অতি প্রয়ােজনীয় ডিভাইস (Devices) কে বুঝায়; যা মিলিং মেশিনের সাথে সংযুক্ত করলে মেশিনের বহুমুখী কার্যসম্পাদন যােগ্যতা, কার্য দক্ষতা ও কার্য সম্পাদনের সুযােগ সুবিধা বৃদ্ধি করে। এসব মিলিং অ্যাটাচমেন্ট সম্পর্কে প্রকৃত ধারণা না থাকলে যথার্থ মিলিং ওয়ার্ক করা সম্ভব নয়। তাই এসব টুলসের বিস্তারিত পরিচিতি জানা এবং সে অনুযায়ী কার্য সম্পাদন করা অত্যাবশ্যক।