কুল্যান্ট ও লুব্রিকেন্টের মধ্যে পার্থক্য কি?

কুল্যান্ট ও লুব্রিকেন্টের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো-

কুল্যান্ট

  • এটা কাটিং টুল এবং কার্য বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে উৎপন্ন তাপকে কমাতে সাহায্য করে।
  • এটা শুধু মাত্র কাটিং টুলের জীবনী শক্তিকে অব্যাহত রাখে।
  • এটা কাটিং টুল বা কাজের বস্তুকে মরিচা পড়তে বাঁধা দেয়।
  • কাটিং টুল দ্বারা কাটার গতিকে সহজ করে থাকে।

লুব্রিক্যান্ট

  • এটা দু’টি অংশের মধ্যে ঘর্ষণ জনিত তাপকে কমাতে উপযােগি হয়।
  • এটা মেশিন ও এর অংশগুলির জীবনী শক্তিকে অব্যাহত রাখতে সহায়তা করে।
  • মেশিন বা এর অংশ সমূহকে মরিচা বা ক্ষয় হতে রক্ষা করে।
  • দু’টি অংশের মধ্যে ঘূর্ণন বা সরলগতি সহজতর হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *