রাফ কাট : রাফ কাট বলতে সাধারণত হেভি কাটকে বােঝায় যা ওয়ার্কপিস হতে অতিরিক্ত ম্যাটারিয়াল অপসারণ করতে ব্যবহার করা হয়। রাফ কাটের জন্য ওয়ার্কপিসের আয়তন সংক্রান্ত মাপ- দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা এবং তল মসৃণতা গুরুত্বপূর্ণ নয়। একক সময়ে ওয়ার্কপিস থেকে অতিরিক্ত অপ্রয়ােজনীয় ধাতুকে কেটে ফেলতে রাফ কাটের সময় মােটা ফিড এবং কম আর পি এম ব্যবহার করা হয়। রাফ কাজের জন্য ৩ – ৬ মি মি ডেপথ অব কাট ব্যবহার করা হয়।
ফিনিশ কাট : ফিনিশ কাট বলতে সূক্ষ্ম কাট বােঝায়। ফিনিশ কাটের সময় ওয়ার্কপিসের তল মসৃণতা ও আয়তন সংক্রান্ত সূক্ষ্ম পরিমাপ গুরুত্বপূর্ণ। ফিনিশ কাটের সময় ওয়ার্কপিস হতে ন্যূনতম ম্যাটারিয়াল অপসারণ করতে বেশি কাটিং স্পিড ও সূক্ষ্ম ফিড ব্যবহার করা হয়। ফিডের হার যত কম হবে সারফেস ফিনিশ তত ভালাে হবে। ফিনিশ কাটের জন্য ০.৫ – ১.০ মি মি ডেপথ অব কাট ব্যবহার করা হয়।