সন্ত্রাস কি? সন্ত্রাসের প্রধান উৎসগুলো কি কি?

সন্ত্রাসের মূল কথা বল প্রয়োগ বা বল প্রয়োগের ভীতি প্রদর্শন করে কোনো উদ্দেশ্যসাধন বা কার্যোদ্ধারের চেষ্টা করা। এটা যেমন দুষ্কৃতকারীরা বা সমাজবিরোধীরা করতে পারে, তেমনি সমগ্র রাষ্ট্রে তথা সমগ্র বিশ্বের পটভূমিতেও এমন চেষ্টা হতে পারে। সন্ত্রাস সমাজে যুগ যুগ ধরে চলছে। সন্ত্রাসের প্রধান উৎসগুলো নিম্নে উল্লেখ করা হলো।

  • কোনো লক্ষ্য অর্জনে সহিংস কর্মপন্থা গ্রহণ অথবা সহিংসতা ব্যবহারের হুমকি।
  • বঞ্চিত শেণির মানবাধিকার রক্ষার জন্য সহিংস এবং অন্যান্য চরমপন্থী কর্মকান্ড পরিচালনা।
  • সহিংসতার লক্ষ্যে নিরীহ মানুষের জীবন ও সম্পত্তির ক্ষতিসাধন অথবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আক্রমণের লক্ষ্যে হিসেবে প্রতিষ্ঠা করা।
  • অধিকার আদায়ে আইনগত বিধান ও শান্তিপূর্ণ সমাধানের উপায় থাকা সত্ত্বেও সহিংস কর্মপন্থা ব্যবহার করা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *