গুরুত্বপূর্ণ ৫টি আবেদন পত্র। আবেদন পত্র PDF Download
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে গুরুত্বপূর্ণ ৫টি আবেদন পত্র তুলে ধরা হলো।
(১) প্রশংসা পত্রের জন্য আবেদন
তারিখ: ২৯/০৪/২০২০
প্রধান শিক্ষক,
কালাচাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়
গুলশান, ঢাকা
বিষয় : প্রশংসা পত্রের জন্য আবেদন
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার স্কুলের একজন নিয়মিত ছাত্র। 2019 সালে ঢাকা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় আমি জিপিএ 5 পেয়ে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। স্কুলে গত পাঁচ বছর অধ্যায়নকালে শিক্ষা সহায়ক কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি স্বপ্নেও ভাবে অংশগ্রহণ করেছি। কোন আইন শৃঙ্খলা বিরোধী কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। বর্তমানে আমি আদমজী ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে নবম শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক। তাই আপনার স্বাক্ষরিত একটি প্রশংসাপত্র অত্যন্ত প্রয়োজন।
অতএব, উপরোক্ত বিষয়গুলি পর্যালোচনা করে আমাকে চারিত্রিক ও শিক্ষা বিষয়ক প্রশংসা পত্র প্রদান করে বাধিত করবেন।
বিনীত নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্র
মোহাম্মদ সোহেল রানা
পরীক্ষার ক্রমিক নাম্বার: 521638
রেজিস্ট্রেশন নাম্বার: 856363
কালাচাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়
(২) পাঠাগার স্থাপনের জন্য আবেদন
তারিখ: ২৯/০৪/২০২০
বরাবর
জেলা প্রশাসক
জামালপুর
বিষয় : পাঠাগার স্থাপনের জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার অধীনস্থ জামালপুর জেলার নান্দিনা উপজেলার ফুলপুর গ্রামের বাসিন্দা। এই গ্রামটি একটি বর্ধিষ্ণু গ্রাম। এই গ্রামে অনেক শিক্ষিত মানুষের বসবাস। এখানে ছেলে ও মেয়েদের জন্য পৃথক দুটি উচ্চ বিদ্যালয় রয়েছে।এছাড়া একটি মাদ্রাসা ও তিনটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এলাকাটিতে শিক্ষার হার বেশি হওয়ার কারণে মানুষের মাঝে সাংস্কৃতিক উন্নয়ন হয়েছে। তবে এলাকাটিতে বর্তমানে একটা সাধারণ পাঠাগারের অভাব লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এলাকাবাসীর একক প্রচেষ্টায় এরকম পাঠাগার স্থাপন সম্ভব নয়।
অতএব, উপরোক্ত বিষয়গুলি পর্যালোচনা করে এই ব্যাপারে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের বাধিত করবেন।
বিনীত নিবেদক,
এলাকাবাসীর পক্ষে
মোহাম্মদ সোহেল রানা
নান্দিনা উপজেলা, জামালপুর
(৩) শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন
তারিখ: ২৯/০৪/২০২০
প্রধান শিক্ষক,
কালাচাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়
গুলশান, ঢাকা
বিষয় : শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রদানের জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রী। দীর্ঘদিন যাবৎ একটানা পাঠদান কার্যক্রম চলার কারণে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের একঘেয়েমি সৃষ্টি হয়েছে। একটি শিক্ষা সফর শিক্ষার্থীদের মাঝে প্রাণ ফিরিয়ে আনতে পারে। তাই আমরা স্থির করেছি আগামী গ্রীষ্মের বন্ধের আগে আমাদের বিভাগের প্রায় 50 জন ছাত্র মিলে বগুড়ার মহাস্থানগড়ের শিক্ষাসফরে যাব। মহাস্থানগড়ে সংরক্ষিত আছে আমাদের সভ্যতার আদি নিদর্শন সমূহ। যা শিক্ষার্থীদের মাঝে জ্ঞান সম্প্রসারণ এর বিশেষ ভূমিকা পালন করবে। উল্লেখ্য আমাদের এই প্রস্তাবিত শিক্ষা সফরের তত্ত্বাবধায়ক হিসেবে আমাদের দুইজন শ্রেণী শিক্ষক সম্মতি জ্ঞাপন করেছেন। এছাড়া শিক্ষা সফরের প্রয়োজনীয় অর্থের অর্ধেকাংশ আমরা বহন করব। সর্বোপরি আপনার মত একজন বিচক্ষণ ব্যক্তি অবশ্যই শিক্ষা সফরের গুরুত্ব বোঝেন। তাই বাকি অর্থ বিদ্যালয় তহবিল থেকে দেওয়ার জন্য আপনার নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি।
অতএব, উপরোক্ত বিষয়গুলি পর্যালোচনা করে এবং শিক্ষা সফরের গুরুত্ব বিবেচনা সাপেক্ষে আমাদের প্রস্তাবিত এই শিক্ষা ভ্রমণের অনুমতি ও অর্ধেক খরচ প্রদানের সম্মতি জানিয়ে বাধিত করবেন। আপনার আন্তরিক সহযোগিতায় আমাদের যথার্থ জ্ঞান অর্জনের পথ কে উন্মুক্ত করবে।
বিনীত নিবেদক,
অষ্টম শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীদের পক্ষে
মোহাম্মদ সোহেল রানা
শ্রেণী: অষ্টম, রোল নাম্বার: ০৩
কালাচাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়
(৪) বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে আবেদন
তারিখ: ২৯/০৪/২০২০
প্রধান শিক্ষক,
কালাচাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়
গুলশান, ঢাকা
বিষয় : বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রী। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বেশ কিছুদিন থেকে আমরা স্কুলে বিজ্ঞান চর্চার জন্য একটি বিজ্ঞান ক্লাব এর প্রয়োজনীয়তা অনুভব করছি। বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে বিজ্ঞান চর্চা ছাড়া শিক্ষা সম্পন্ন হয় না। আর বিজ্ঞান ক্লাব গঠন হলে বিজ্ঞান বিষয়ে আলোচনা, তথ্য আদান-প্রদান ও বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন, পত্র-পত্রিকা প্রকাশ করা সম্ভব হবে। এর ফলে আমরা বিজ্ঞান বিষয়ে নতুন নতুন প্রজেক্ট ও পড়াশোনায় ভালো করতে পারব।
অতএব, উপরোক্ত বিষয়গুলি পর্যালোচনা করে আমাদের বিদ্যালয়ে একটি বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে বাধিত করবেন।
বিনীত নিবেদক,
অষ্টম শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীদের পক্ষে
মোহাম্মদ সোহেল রানা
শ্রেণী: অষ্টম, রোল নাম্বার: ০৩
কালাচাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়
(৫) বন্যার্তদের জন্য সাহায্যের আবেদন।
তারিখ: ২৯/০৪/২০২০
বরাবর
জেলা প্রশাসক
জামালপুর
বিষয় : বন্যার্তদের জন্য সাহায্যের আবেদন।
জনাব,
আমরা আপনার অধীনস্থ জামালপুর জেলার নান্দিনা উপজেলার বাসিন্দা। একটি বারের মতো এবারও সর্বনাশা বন্যার কবল থেকে আমাদের উপজেলা রেহায় পায়নি। এবছর বাঁধ ভেঙে বন্যার পানি স্মরণকালের ভয়াবহ রূপ প্রদর্শন করেছে। সবকিছু হারিয়ে সহায়-সম্বলহীন মানুষগুলো আশ্রয় হীন জীবন যাপন করছে। বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দিয়েছে। বিভিন্ন জায়গায় ডায়রিয়া, কলেরা ও টাইফয়েড রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এখন পর্যন্ত এই এলাকায় সরকারি কোন ত্রাণ সহায়তা পৌঁছায়নি। তাই অবিলম্বে খাদ্য ও পানীয় জল ও চিকিৎসার সুব্যবস্থা না করলে এলাকায় প্রচুর প্রাণহানির সম্ভাবনা রয়েছে।
অতএব, উপরোক্ত বিষয়গুলি পর্যালোচনা করে এই ব্যাপারে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের বাধিত করবেন।
বিনীত নিবেদক,
এলাকাবাসীর পক্ষে
মোহাম্মদ সোহেল রানা
নান্দিনা উপজেলা, জামালপুর