অর্থকরী ফসল কাকে বলে? কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয় এবং কেন?

যেসব শস্য প্রধানত বাণিজ্যিক ভিত্তিতে সরাসরি বিক্রয়ের উদ্দেশ্যে উৎপাদন করা হয় তাকে অর্থকরী ফসল বলে।

অর্থকরী ফসল দেশে বাজারজাতসহ বিদেশে রপ্তানি হয়ে থাকে। আমাদের দেশে অর্থকরী ফসলের মধ্যে পাট, চা, আখ, তামাক, রেশম, রবার ও তুলা প্রধান।

কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয় এবং কেন?
কালবৈশাখী এক ধরনের স্বল্পস্থায়ী ঝড়, যা কোনো জায়গায় স্বল্প পরিসরে অল্প সময়ব্যাপী বজ্র বিদ্যুৎসহ সংঘটিত হয়। বৈশাখ মাসে সংঘটিত হয় এবং তা মানুষের ব্যাপক ক্ষতি করে বলে এটি ‘কালবৈশাখী’ নামে পরিচিত।

কালবৈশাখী ঝড়ের কারণ : গ্রীষ্মকালে সাধারণত দেশের পশ্চিমাংশে দক্ষিণ-পশ্চিম দিক থেকে এবং পূর্বাংশে দক্ষিণ-পূর্বদিক থেকে হাল্কাভাবে বায়ু প্রবাহিত হয়। দিবাভাগের কোনো কোনো অঞ্চলে বেশি উত্তপ্ত হওয়ার কারণে স্থায়ীভাবে নিম্নচাপের সৃষ্টি হয়। তখন উত্তর-পশ্চিম দিক থেকে প্রবল ঝড়ো বায়ু প্রবাহিত হয়, যা কালবৈশাখী নামে পরিচিত। সাধারণ গ্রীষ্মের প্রথমভাগে কালবৈশাখী প্রচন্ডতা বেশি থাকে এবং শেষভাগে তীব্রতা হ্রাস পায়। দেশের মধ্য এবং পূর্বাঞ্চলে কালবৈশাখী ঝড় বেশি হয়ে থাকে

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *