বিকাশ (bKash) ও নগদ (Nagad)
বিকাশ (bKash)
বিকাশ হচ্ছে টাকা (অর্থ) আদান-প্রদানের সবচেয়ে দ্রুত ও নিরাপদ মাধ্যম। বিকাশ প্রথম চালু হয় ২০১১ সালে। এটি বাংলাদেশের মোবাইল ফোন ভিত্তিক অর্থ আদান প্রদানের একটি পরিষেবা। বিকাশের মাধ্যমে আপনি সেন্ড মানি, অ্যাড মানি, পে বিল, মোবাইল রিচার্জ এবং পেমেন্টসহ অন্যান্য সব সার্ভিস ব্যবহার করতে পারবেন। মোবাইল ফোনে বিকাশ একাউন্ট খুলে যে কেউ যেকোনো জায়গা থেকে টাকা নিতে এবং পাঠাতে পারবে। এটি বর্তমানে ব্র্যাক ব্যাংকের একটি প্রতিষ্ঠান।
বিকাশ এর সেবা
বিকাশ ব্যবহার করে যে সেবাগুলো পাবেন সেগুলো হলো:
- একটি বিকাশ একাউন্ট খুলতে পারবেন।
- একাউন্টে টাকা জমা রাখতে পারবেন।
- এক একাউন্ট থেকে আরেক একাউন্টে টাকা পাঠাতে পারবেন।
- একাউন্ট থেকে এজেন্ট অথবা ব্র্যাক ব্যাংক এটিএম থেকে টাকা উঠাতে পারবেন।
- মোবাইলে এয়ারটাইম কেনা/রিচার্জ করতে পারবেন।
- পণ্য কেনাকাটা বা সেবার বিনিময়ে মূল্য পরিশোধ করতে পারবেন।
- বিদেশ থেকে রেমিটেন্স গ্রহণ করতে পারবেন।
- বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন।
- বেতন প্রদান করতে পারবেন।
- ঘরে বসে যানবাহনের টিকিট কিনতে পারবেন।
- ইন্টারনেটে কেনাকাটা করতে পারবেন।
নগদ এর সেবা
‘নগদ’-এ রয়েছে ৮ ধরনের সেবা। এগুলাে হলাে-
১. ক্যাশ কার্ড;
২. অ্যাপস;
৩. এটিএম;
৪. অনলাইন পেমেন্ট;
৫. ই-কমার্স;
৬. কিউআর কোড স্ক্যনার;
৭. ইউএসএসডি এবং
৮ উদ্যোক্তা পয়েন্ট।
সেবার অধীনে নগদ ব্যবহারকারীরা দৈনিক ৫০ হাজার টাকা (পার্সোনাল থেকে পার্সোনাল) পর্যন্ত লেনদেন করতে পারবেন।
- ৯.৯৯ টাকা [ক্যাশআউট চার্জ – প্রতি হাজারে
- (ভ্যাট ছাড়া)]
- ১১.৪৯ টাকা [ক্যাশআউট চার্জ – প্রতি হাজারে
- (ভ্যাট সহ)]
- ১২.৯৯ টাকা [ক্যাশআউট চার্জ – প্রতি হাজারে
- (ভ্যাট ছাড়া)]
- ১৪.৯৪ টাকা [ক্যাশআউট চার্জ – প্রতি হাজারে
- (ভ্যাট সহ)]
- ইউএসএসডি (USSD) কোড (*167#) ডায়াল করে
- নগদ অ্যাপের মাধ্যমে
- এজেন্টের মাধ্যমে
- নোটঃ– অ্যাপের মাঝে বাংলা ও ইংরেজি দুটো ভাষারই সাপোর্ট পাবেন। তাই আপনার পছন্দ অনুযায়ী ভাষা বেছে নিন।
- ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
- একটি সচল ফোন নাম্বার
- USSD কোড / *167# ডায়াল করে
- অ্যাপের মাধ্যমে
- প্রথমে প্লে স্টোর থেকে নগদ অ্যাপটি ইনস্টল করে অ্যাপটিতে প্রবেশ করুন।
- এরপর একাউন্ট নাম্বার, OTP ও সঠিক পিন কোড দিয়ে লগইন করুন।
- এবার ভাষা বাংলা হলে ” ব্যালেন্স জানতে ট্যাপ করন” ও ভাষা ইংলিশ হলে “Tap for Balance” এ চাপুন।
- এবার আপনি আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন।
১। নগদ উদ্যোক্তা পয়েন্টে যান।
২। *১৬৭# ডায়াল করে “Cash-Out” অপশন সিলেক্ট করে ট্যাপ করুন “From Uddokta” অপশন।
৩। তথ্য দিন
৪। আপনার নগদ একাউন্ট পিন দিয়ে লেনদেনটি Confirm করুন।
ক্যাশ-আউট হয়ে গেলো! আপনি এবং উদ্যোক্তা, দু’জনেই নগদের কাছ থেকে একটি confirmation মেসেজ পেয়ে যাবেন। উদ্যোক্তার কাছ থেকে টাকা নেওয়ার পর ভালো করে গুনে নিন। কাউন্টার ত্যাগ করার আগে উদ্যোক্তা রেজিস্টারে স্বাক্ষর করুন।