বিকাশ (bKash) ও নগদ (Nagad)

বিকাশ (bKash)

বিকাশ হচ্ছে টাকা (অর্থ) আদান-প্রদানের সবচেয়ে দ্রুত ও নিরাপদ মাধ্যম। বিকাশ প্রথম চালু হয় ২০১১ সালে। এটি বাংলাদেশের মোবাইল ফোন ভিত্তিক অর্থ আদান প্রদানের একটি পরিষেবা। বিকাশের মাধ্যমে আপনি সেন্ড মানি, অ্যাড মানি, পে বিল, মোবাইল রিচার্জ এবং পেমেন্টসহ অন্যান্য সব সার্ভিস ব্যবহার করতে পারবেন। মোবাইল ফোনে বিকাশ একাউন্ট খুলে যে কেউ যেকোনো জায়গা থেকে টাকা নিতে এবং পাঠাতে পারবে। এটি বর্তমানে ব্র্যাক ব্যাংকের একটি প্রতিষ্ঠান।

বিকাশ এর সেবা
বিকাশ ব্যবহার করে যে সেবাগুলো পাবেন সেগুলো হলো:

  • একটি বিকাশ একাউন্ট খুলতে পারবেন।
  • একাউন্টে টাকা জমা রাখতে পারবেন।
  • এক একাউন্ট থেকে আরেক একাউন্টে টাকা পাঠাতে পারবেন।
  • একাউন্ট থেকে এজেন্ট অথবা ব্র্যাক ব্যাংক এটিএম থেকে টাকা উঠাতে পারবেন।
  • মোবাইলে এয়ারটাইম কেনা/রিচার্জ করতে পারবেন।
  • পণ্য কেনাকাটা বা সেবার বিনিময়ে মূল্য পরিশোধ করতে পারবেন।
  • বিদেশ থেকে রেমিটেন্স গ্রহণ করতে পারবেন।
  • বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন।
  • বেতন প্রদান করতে পারবেন।
  • ঘরে বসে যানবাহনের টিকিট কিনতে পারবেন।
  • ইন্টারনেটে কেনাকাটা করতে পারবেন।
বিকাশ অ্যাপ ডাউনলোড করার উপায় কি?
আপনার একটি স্মার্টফোন থাকলেই আপনি খুব সহজে গুগল প্লে স্টোর থেকে থেকে একদম ফ্রিতে বিকাশ অ্যাপ ডাউনলোড করতে পারবেন। তাছাড়া নিম্নের লিঙ্কে ক্লিক করেও আপনি ডাউনলোড করতে পারবেন।
নগদ (Nagad)

নগদ হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক টাকা (অর্থ) লেনদেনের একটি নিরাপদ মাধ্যম। নগদ অ্যাকাউন্ট খুলে একজন গ্রাহক দেশের যে কোনো স্থান থেকে নিজের মোবাইলে টাকা জমা, তুলতে এবং বিভিন্ন ক্ষেত্রে টাকা আদান-প্রদান সহ বিভিন্ন বিল পরিশোধ করতে পারবেন। এ সেবার ফিচারগুলো হলো- ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি এবং মোবাইল ফোন রিচার্জ ইত্যাদি। এ সেবাটি ১১ অক্টোবর ২০১৮ সালে চালু হয়।

নগদ এর সেবা
‘নগদ’-এ রয়েছে ৮ ধরনের সেবা। এগুলাে হলাে-
১. ক্যাশ কার্ড;
২. অ্যাপস;
৩. এটিএম;
৪. অনলাইন পেমেন্ট;
৫. ই-কমার্স;
৬. কিউআর কোড স্ক্যনার;
৭. ইউএসএসডি এবং
৮ উদ্যোক্তা পয়েন্ট।
সেবার অধীনে নগদ ব্যবহারকারীরা দৈনিক ৫০ হাজার টাকা (পার্সোনাল থেকে পার্সোনাল) পর্যন্ত লেনদেন করতে পারবেন।

নগদে দেশের সর্বনিম্ন ক্যাশআউট চার্জ
নগদের মাধ্যমে সবচেয়ে কম খরচে ক্যাশআউট করার সুবিধা রয়েছে। নিম্নের টেবিলে বিস্তারিত দেখুন। আর ইচ্ছেমত নগদে লেনদেন করুন।
অ্যাপ (App) এর মাধ্যমেঃ
  • ৯.৯৯ টাকা [ক্যাশআউট চার্জ – প্রতি হাজারে
  • (ভ্যাট ছাড়া)]
  • ১১.৪৯ টাকা [ক্যাশআউট চার্জ – প্রতি হাজারে
  • (ভ্যাট সহ)]
ইউএসএসডি (USSD) কোড এর মাধ্যমেঃ
  • ১২.৯৯ টাকা [ক্যাশআউট চার্জ – প্রতি হাজারে
  • (ভ্যাট ছাড়া)]
  • ১৪.৯৪ টাকা [ক্যাশআউট চার্জ – প্রতি হাজারে
  • (ভ্যাট সহ)]
নগদ একাউন্ট খোলার নিয়ম/পদ্ধতি
অন্যান্য মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট) এর তুলনায় নগদ একাউন্ট খোলা একদম সহজ। বর্তমান সময়ে মোবাইল ব্যাংকিং এর একটি বড় অংশ জুড়ে রয়েছে নগদ। একমাত্র নগদই দিচ্ছে ৩ ভাবে একাউন্ট খুলার সুযোগ। এগুলো হলো–
  • ইউএসএসডি (USSD) কোড (*167#) ডায়াল করে
  • নগদ অ্যাপের মাধ্যমে
  • এজেন্টের মাধ্যমে
তবে এই ৩টি উপায়ের মধ্যে সবচেয়ে সহজ হলো ইউএসএসডি (USSD) কোড (*167#) ডায়াল করে একাউন্ট খোলা। নিচে এগুলো আলোচনা করা হলো।
*167# ডায়াল করে নগদ একাউন্ট খোলার নিয়ম/পদ্ধতি
কাগজপত্রের ঝামেলা ছাড়া USSD কোড *167# ডায়াল করে নগদ একাউন্ট খুলতে নিম্নের ধাপগুলো অনুসরণ করুন–
ধাপ-১। আপনার ফোনে USSD কোড *167# ডায়াল করুন।
ধাপ-২। এরপর মনে রাখার মত ৪ ডিজিটের পিন সেটআপ করুন।
ধাপ-৩। কনফার্ম করতে পুনরায় পিন টাইপ করুন।
নগদ অ্যাপের মাধ্যমে একাউন্ট খুলতে কি কি লাগে?
নগদ অ্যাপের মাধ্যমে একাউন্ট খোলার নিয়ম/পদ্ধতি খুবই সহজ। অ্যপের সাহায্যে নগদ একাউন্ট খুলতে নিম্নের জিনিসগুলো প্রয়োজন।
একটি স্মার্টফোন
একটি সচল ফোন নাম্বার
জাতীয় পরিচয় পত্র (NID)
একাউন্ট হোল্ডারের সেলফি
নগদ অ্যাপের মাধ্যমে একাউন্ট খোলার নিয়ম/পদ্ধতি
নগদ অ্যাপের মাধ্যমে একাউন্ট খোলার নিয়ম/ পদ্ধতি সম্পর্কে জানতে নিম্নের ধাপগুলি অনুসরণ করুন –
ধাপ-০১ : প্রথমে আপনার স্মার্টফোনের প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে Nagad অ্যাপটি ইনস্টল করুন। অথবা ডাউনলোড করতে নিম্নের লিঙ্কে ক্লিক করুন।
ধাপ-০২ : Nagad অ্যাপ ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন। এবার আপনি হোম স্ক্রিনে “রেজিস্ট্রেশন করুন” অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
  • নোটঃ– অ্যাপের মাঝে বাংলা ও ইংরেজি দুটো ভাষারই সাপোর্ট পাবেন। তাই আপনার পছন্দ অনুযায়ী ভাষা বেছে নিন।
ধাপ-০৩ : এবার আপনার এক্টিভ ফোন নাম্বারটি টাইপ করে “পরবর্তী ধাপ” এ ক্লিক করুন।
ধাপ-০৪ : এ ধাপে আপনি যে মোবাইল অপারেটরের (রবি,গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল,টেলিটক) সিম ব্যবহার করেছেন তা সিলেক্ট করে “পরবর্তী ধাপ” এ ক্লিক করুন।
ধাপ-০৫ : এ ধাপে আপনাকে আপনার জাতীয় পরিচয় পত্রের (NID) প্রথমে সামনের ও পরে পিছনের অংশের ছবি স্ক্যান করতে হবে। ছবি স্ক্যান করে “পরবর্তী” তে ক্লিক করুন।
ধাপ-০৬ : এবার আপনি আপনার NID কার্ডের পার্সোনাল ইনফরমেশনগুলো দেখতে পাবেন। এগুলো ঠিক আছে কিনা দেখে পরবর্তী ধাপে যান।
ধাপ-০৭ : এ ধাপে আপনার অন্যান্য তথ্যগুলো (লিঙ্গ, লেনদেনের উদ্দেশ্য, পেশা,মুনাফা গ্রহীতা একাউন্ট) সিলেক্ট করে “পরবর্তী” তে চাপুন।
ধাপ-০৮ : এ ধাপে ছবি তুলার জন্য কিছু শর্ত দেওয়া আছে। আপনি সেগুলো পড়ে “পরবর্তী ধাপ” এ ক্লিক করুন। এবার আপনাকে নিজের একটি সেলফি তুলতে হবে। সেলফি তুলে পরবর্তী ধাপে যান।
ধাপ-০৯ : এবার আপনাকে অন্যান্য ডকুমেন্ট দিতে হবে। আপনি চায়লে স্কিপ করতে পারেন।
ধাপ-১০ : এবার আপনাকে নগদের শর্তাবলি একসেপ্ট করতে হবে এবং স্বাক্ষর দিতে হবে। শর্তগুলো ভালোভাবে পড়ে “আমি এর শর্তাবলীর সাথে একমত” লেখার বাম পাশে টিক দিন।
এরপর নিচের বক্সে টাচ দিয়ে আপনার Digital Signature করে “পরবর্তী” এ ক্লিক করুন।
ধাপ-১১ : এখানে আপনি আপনার NID কার্ডের স্ক্যান ছবি, সেলফি ও স্বাক্ষর আপলোড করা Success হয়েছে সেটা দেখতে পাবেন। এবার “পরবর্তী” অপশনে ক্লিক করুন।
ধাপ-১২ : এ ধাপে আপনি আপনার নগদ একাউন্টের পুরো প্রফাইল দেখতে পাবেন। পরে “পরবর্তী” তে ক্লিক করুন।
ধাপ-১৩ : এবার আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেখানে একটি OTP যাবে। সেটি টাইপ করে “যাচাই করুন” এ চাপুন।
ধাপ-১৪ : এখন আপনাকে নগদ একাউন্টের পিন সেট করতে হবে। ৪ ডিজিটের পিন সেট করে সাবমিট করুন। পিন সাবমিট করার পর আপনার একাউন্ট Successfully হয়ে যাবে।
এবার আপনি নগদের হোমপেইজে যেয়ে লেনদেন করতে পারবেন।
এজেন্টের মাধ্যমে নগদ একাউন্ট খোলার নিয়ম/পদ্ধতি
এজেন্টের মাধ্যমে নগদ একাউন্ট খুলতে আপনার নিম্নের জিনিসগুলো প্রয়োজন।
  • ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
  • একটি সচল ফোন নাম্বার
এগুলো নিয়ে আপনার নিকতস্থ নগদ এজেন্ট ব্যাংকিং সেবা অফিস বা দোকানে যান। নগদের এজেন্ট আপনার ছবি ও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নগদ একাউন্ট খুলে দিবে।
নগদ একাউন্ট দেখার নিয়ম/পদ্ধতি
নগদ একাউন্ট ২ ভাবে দেখা যায়। এগুলো হলো–
  • USSD কোড / *167# ডায়াল করে
  • অ্যাপের মাধ্যমে
USSD কোড / *167# ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম
যেকোন সময় আমাদের দেশের যেকোন জায়গায় মোবাইল থেকে *167# ডায়াল করে নগদ একাউন্ট দেখতে পারবেন। ডায়াল করে নগদ একাউন্ট দেখতে নিম্নের ধাপগুলি অনুসরণ করুন–
ধাপ – ০১ : প্রথমে আপনার ফোনে *167# ডায়াল করুন।
ধাপ – ০২ : এরপর My Nagad অপশনে প্রবেশ করুন। এখানে প্রবেশ করতে 7 লিখে Send করুন।
ধাপ – ০৩ : এরপর 1 লিখে Send করে Balance Inquiry অপশনে প্রবেশ করুন।
ধাপ – ০৪ : এবার আপনার নগদ একাউন্টের পিন কোড বসিয়ে Send করুন।
ধাপ – ০৫ : আপনি যদি সঠিক পিন ব্যবহার করে থাকেন তাহলে আপনার স্ক্রিনে নগদের ব্যালেন্স দেখতে পাবেন। ব্যাস হয়ে গেল।
অ্যাপের মাধ্যমে নগদ একাউন্টের ব্যালেন্স দেখার নিয়ম
ডায়াল করা ছাড়া অ্যাপের মাধ্যমেও নগদ একাউন্টের ব্যালেন্স দেখা খুব সহজ। অ্যাপের মাধ্যমে ব্যালেন্স দেখতে নিম্নের পদ্ধতিগুলো অনুসরণ করুন।
  • প্রথমে প্লে স্টোর থেকে নগদ অ্যাপটি ইনস্টল করে অ্যাপটিতে প্রবেশ করুন।
  • এরপর একাউন্ট নাম্বার, OTP ও সঠিক পিন কোড দিয়ে লগইন করুন।
  • এবার ভাষা বাংলা হলে ” ব্যালেন্স জানতে ট্যাপ করন” ও ভাষা ইংলিশ হলে “Tap for Balance” এ চাপুন।
  • এবার আপনি আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন।
কিভাবে নগদ (Nagad)-এ ক্যাশ আউট (Cash Out) করবেন?
নগদ-এর ক্যাশ আউট অপশনের মাধ্যমে দেশের যেকোনো নগদ উদ্যোক্তা পয়েন্টে গিয়ে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন।
১। নগদ উদ্যোক্তা পয়েন্টে যান।
২। *১৬৭# ডায়াল করে “Cash-Out” অপশন সিলেক্ট করে ট্যাপ করুন “From Uddokta” অপশন।
৩। তথ্য দিন
৪। আপনার নগদ একাউন্ট পিন দিয়ে লেনদেনটি Confirm করুন।
ক্যাশ-আউট হয়ে গেলো! আপনি এবং উদ্যোক্তা, দু’জনেই নগদের কাছ থেকে একটি confirmation মেসেজ পেয়ে যাবেন। উদ্যোক্তার কাছ থেকে টাকা নেওয়ার পর ভালো করে গুনে নিন। কাউন্টার ত্যাগ করার আগে উদ্যোক্তা রেজিস্টারে স্বাক্ষর করুন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *