গীতিকবিতা কাকে বলে? ছোট গল্প বলতে কী বোঝায়?
যে শ্রেণির কবিতায় কবি ব্যক্তিগত বা আপন হৃদয়ের অনুভূতি নিজের একান্ত কামনা, বাসনা ও আনন্দ বেদনা প্রাণের অন্তঃস্থল থেকে আবেগ কম্পিত সুরে অখণ্ড ভাব মূর্তিতে প্রকাশ করে সেই শ্রেণির কবিতাকে গীতিকবিতা বলে।
- বাংলা সাহিত্যে গীতিকবিতার প্রবর্তক বিহারীলাল চক্রবর্তী।
- গীতিকবিতা উত্তম পুরুষে লেখা হয়।
- ইংরেজি সাহিত্যে গীতিকবিতাকে Lyric Poem বলে।
- গীতিকবিতায় ব্যক্তিগত আবেগ অনুভূমি প্রকাশিত হয়।
ছোট গল্প বলতে কী বোঝায়?
যে গল্প অর্ধ হতে এক বা দুই ঘণ্টার মধ্যে এক নিঃশ্বাসে পড়ে শেষ করা যায়, তাকে ছোট গল্প বলে।
আবার এইচ জি ওয়েলস বলেছেন, ছোট গল্প সাধারণত ১০ থেকে ৫০ মিনিটের মধ্যে শেষ হওয়া বাঞ্ছনীয়।
ছোট গল্পে জীবনের সামগ্রিক দিকটি উপন্যাসের মতো বিস্তারিতভাবে বর্নিত না হয়ে বরং এর খণ্ডাংশকে পরিবেশিত হয়। এজন্য ছোট গল্প যথাসম্ভব বাহুল্যবর্জিত, রস ঘন ও নিবিড় হয়ে থাকে। সংগত কারণেই এতে পাত্র-পাত্রী বা চরিত্রের সংখ্যা খুবই সীমিত হয়।
ছোট গল্পের প্রারম্ভ ও প্রাক্কাল সাধারণত খানিকটা নাটকীয় হয়।
একটি কাহিনী বা গল্পকে ছোট গল্পে উত্তীর্ণ হওয়ার জন্য কিছু নান্দনিক ও শিল্পশর্ত পূরণ করতে হয়। ছোট গল্পের সংজ্ঞার্থ কী সে নিয়ে সাহিত্যিক মহলে বিতর্ক ব্যাপক।