ভার্চুয়াল জগৎ কি? দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে ইন্টারনেটের ভূমিকা আলোচনা করো।
ভার্চুয়াল জগত হচ্ছে অনলাইন নির্ভর জগত। যে জগতে সবাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু ইন্টারনেটের মাধ্যমে এমন একটি নেটওয়ার্ক গড়ে তুলেছে যেখানে সবাই সবার সাথে যোগাযোগ করতে পারে। শুধুমাত্র যোগাযোগ নয় একে অপরের সাথে মনের ভাব বিনিময় করে, ছবি শেয়ার করে, ভিডিও দেখে এবং শেয়ার করে, নিজেরা মিলে একটা গ্রুপ গঠন করতে পারে এমনকি সামাজিক আন্দোলন পর্যন্ত সংগঠিত করতে পারে। সকল প্রক্রিয়া কেবল মাত্র অনলাইনেই সংগঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ইন্টারনেটের মাধ্যমে সবার সাথে যোগাযোগ রক্ষা করে। মনে হয় যেন ভার্চুয়াল এই জগতে সবাই সবার পাশেই আছে।
দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে ইন্টারনেটের ভূমিকা আলোচনা করো।
আধুনিক জীবন যাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের জীবনকে করেছে উন্নত, জীবনযাত্রাকে করছে সহজ ও স্বাচ্ছন্দ্যময়। ইন্টারনেটের ব্যবহার আমাদের জীবনে এক নতুন মাত্রা যোগ করেছে। প্রতিনিয়ত দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।
ইন্টারনেটে বিভিন্ন তথ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকে। শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা, পরিবহন, বাণিজ্য থেকে শুরু করে সরকার, সরকার পদ্ধতি ও রাজনৈতিক হালচালের প্রায় সব ধরনের তথ্য সেখানে রয়েছে।
দৈনন্দিন জীবনে নানা সমস্যা সমাধানের প্রথম হাতিয়ার হচ্ছে তথ্য। ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহের পর সেটি ব্যবহার করে অনেক সমস্যার সমাধান করা যায়। বিশ্বের জনপ্রিয় তথ্য খোঁজার সাইট বা সার্চ ইঞ্জিন হলো গুগল (www.google.com). এতে বাংলা ও ইংরেজি ভাষায় তথ্য খুঁজে বের করা যায়। বাংলাদেশের তথ্যপ্রযুক্তিবিদরাও একটি বাংলা সার্চ ইঞ্জিন তৈরি করেছেন, যার নাম পিপীলিকা (www.pipilika.com). শিক্ষাসংক্রান্ত প্রায় সব ধরনের সহায়ক তথ্য ইন্টারনেটে পাওয়া যায়। শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধানের জন্য ইন্টারনেটে অনেক ওয়েবসাইট রয়েছে। ওলফ্রামআলফা (www.wolframalpha.com) নামে একটি বিশেষ ওয়েবসাইট আছে, যেখানে বিভিন্ন গাণিতিক কাজ করার ব্যবস্থা রয়েছে, এখানে বিভিন্ন গাণিতিক সমস্যারও সমাধান পাওয়া যায়।
এ ছাড়া দৈনন্দিন সমস্যা সমাধানে সহায়তা করার জন্য ইন্টারনেটভিত্তিক অনেক সহায়তা কেন্দ্র গড়ে উঠেছে। মোবাইল কম্পানিগুলোর ইন্টারনেট সাপোর্ট সেন্টারগুলো গ্রাহকদের মোবাইল ফোনসংক্রান্ত সমস্যাবলির সমাধান দিয়ে থাকে। আবার অনেক ইমেইলভিত্তিক সেবাকেন্দ্র বিশ্বজুড়ে পরিচালিত হয়। এসব সেবাকেন্দ্র থেকে ইমেইলের মাধ্যমে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান পাওয়া যায়।
সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম যেমন- ব্লগ, ফেসবুকের মাধ্যমে সমমনা সম্প্রদায়ের সঙ্গে যুক্ত থাকা যায়। এর ফলে অনেক স্থানীয় সমস্যার সমাধান হয়ে থাকে।
এরূপ নানাভাবে ইন্টারনেট তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানে সহায়তা করে থাকে।