ওয়েব হোস্টিং কি? ওয়েব হোস্টিং বলতে কী বোঝায়? What is Web hosting?
ন্টারনেটে ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং (Web hosting) বলে।
হোস্টিং হচ্ছে মূলত অনলাইনে ওয়েবসাইট আপলোড করার সার্ভার বা কম্পিউটারের হার্ডডিস্কের জায়গা। ওয়েব হোস্টিং কোন ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন এবং উক্ত ওয়েবসাইটটির যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা প্রদান করে। ওয়েব হোস্টিং ওয়েব সাইট পাবলিশিং এর জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। ওয়েবপেজটি নির্ভরযোগ্য কোনো সার্ভারে ভাড়ার বিনিময়ে রাখতে হবে। ইন্টারনেটে ওয়েবপেজটি যে সার্ভারে রাখা হবে তার জন্য একটি ঠিকানা থাকে। এটিকে ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস বলে। ওয়েবে একজনের জন্য যে নাম থাকবে তা অন্য আর কারো জন্য থাকতে পারবে না।
এছাড়াও ওয়েব হোস্টিং একটি জায়গা যেখানে ওয়েবসাইটের সমস্ত ফাইল রাখা হয়। একে ওয়েবসাইটের বাসস্থান বলা হয়। উদাহরণস্বরূপ, যদি ডোমেন নাম আপনার বাড়ির ঠিকানা হয়, তবে ওয়েব হোস্টিং হল ঘর যা ঠিকানা নির্দেশ করে। ইন্টারনেটে বিদ্যমান সব ওয়েবসাইটের জন্য ওয়েব হোস্টিং প্রয়োজন। যখন কেউ ব্রাউজারে ডোমেন নাম প্রবেশ করে, তখন ডোমেন নাম ওয়েব হোস্টিং কোম্পানির কম্পিউটারের আইপি ঠিকানায় অনুবাদ করা হয়। এই কম্পিউটারটিতে আপনার ওয়েবসাইটের ফাইল রয়েছে এবং এটি সেই ফাইলগুলিকে ব্যবহারকারীদের ব্রাউজারে আবার পাঠায়।