Composition : Newspaper Essay বাংলা অনুবাদসহ

NEWSPAPER

Introduction (ভূমিকা) : Man is naturally curious to know about various events of the worldworld (মানুষ স্বভাবতই পৃথিবীর বিভিন্ন ঘটনাসমূহ জানতে আগ্রহী)। The newspaper is the best medium to satisfy this curiosity (এ আগ্রহকে পরিতৃপ্ত করতে সংবাদপত্র হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম)। It is a paper that carries news to us (এটি এমন একটি কাগজ যা আমাদের নিকট সংবাদ বয়ে আনে)। It tells us what is happening at home and abroad( দেশে ও বিদেশে কী ঘটেছে এটি আমাদেরকে তা বলে দেয়)। It is the store-house of knowledge and information (এটি জ্ঞান ও তথ্য ভান্ডার)।

History of newspaper (সংবাদপত্রের ইতিহাস) : The newspaper was first published in China (সংবাদপত্র সর্বপ্রথম চীন দেশে প্রকাশিত হয়)। ‘The Indian Gazette’ published in 1774 was the first printed newspaper in Indian sub-continent (১৭৭৪ সালে প্রকাশিত ‘দি ইন্ডিয়ান গেজেট’ ভারতীয় উপমহাদেশে প্রথম মুদ্রিত সংবাদপত্র)। The first Bengali newspaper was the ‘Samachar Darpan’ (প্রথম বাংলা সংবাদপত্র হলো ‘সমাচার দর্পণ’)।

Kinds of newspaper (সংবাদপত্রের প্রকারভেদ) : There are many kinds of newspapers (অনেক প্রকার সংবাদপত্র রয়েছে)। They are the dailies, the weeklies, the monthlies, the quarterlies etc (সেগুলো হলো দৈনিক, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক ইত্যাদি)। The daily newspapers contain the news of daily affairs of home and (দৈনিক সংবাদপত্র দেশ-বিদেশের প্রতিদিনের ঘটনা ধারণ করে)। The Daily Ittefaq, the Janakantha, the Jugantor, the Prothom Alo and the Samakal are the leading Bangla (দৈনিক ইত্তেফাক, জনকণ্ঠ, যুগান্তর, প্রথম আলো এবং সমকাল প্রভৃতি হচ্ছে বাংলাদেশের প্রধান বাংলা দৈনিক সংবাদপত্র)। The Daily Star and the Daily Sun are the leading English Newspapers in Bangladesh (ডেইলি স্টার এবং ডেইলি সান বাংলাদেশের প্রধান ইংরেজি সংবাদপত্র)।

Usefulness (গুরুত্ব/উপকারিতা) : Newspaper plays a vital role in modern civilization (সংবাদপত্র আধুনিক সভ্যতায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে)। We can’t think of modern world without it (এটি ছাড়া আমরা আধুনিক বিশ্ব চিন্তা করতে পারি না)। It is very useful to all sections of people (সব শ্রেণির লোকের কাছে এটি খুবই উপকারী)। Through it we can learn all the important things that happen in the world within twenty four hours (এটির মাধ্যমে আমরা পৃথিবীতে ২৪ ঘণ্টায় কী ঘটছে সেসব গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারি)। Reports of market conditions, games and sports, political and economic situations of a country come to us through it everyday (প্রতিদিন এটির মাধ্যমে বাজারের অবস্থা, খেলাধুলা, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা আমাদের কাছে এসে থাকে)। Newspaper has an educative value as well (সংবাদপত্রের শিক্ষণীয় মূল্যও রয়েছে)। Mere bookish knowledge is not sufficient in this competitive world ((এ প্রতিদ্বন্দ্বিতামূলক পৃথিবীতে কেবল পুঁথিগত বিদ্যাই যথেষ্ট নয়)। A newspaper helps one to enrich his general knowledge (সংবাদপত্র সাধারণ জ্ঞানকে সমৃদ্ধ করতে সাহায্য করে)। A man who does not read newspaper is like a frog in a narrow well (যে সংবাদপত্র পড়ে না সে এক সংকীর্ণ কূপে বাস করা ব্যাঙের মতো)। Being ignorant of the current affairs, he can’t take part in the talks and discussions in an enlightened society and thus he feels like a fish out of water (চলমান ঘটনার সাথে অজ্ঞ হওয়ায়, সে আলোকিত সমাজে আলাপ-আলোচনায় অংশগ্রহণ করতে পারে না এবং এভাবে সে পানিবিহীন মাছের মতো অনুভব করে)।

Demerits (অসুবিধা) : A newspaper is not altogether free from evils (সংবাদপত্র সম্পূর্ণ দোষমুক্ত নয়)। Sometimes it publishes false or partisan news and excites public feelings (মাঝে মাঝে এটি মিথ্যা বা পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন করে এবং জনগণের অনুভূতিকে উত্তেজিত করে)।

Conclusion (উপসংহার) : We cannot imagine today’s world without newspaper (সংবাদপত্র ছাড়া আমরা আজকের বিশ্বের কথা কল্পনা করতে পারি না)। It is often compared to a looking glass through which one can see everything what happens all around us (এটাকে প্রায়ই আয়নার সাথে তুলনা করা হয় যার ভেতর দিয়ে একজন আমাদের চারপাশে যা ঘটে তা দেখতে পায়)। Newspaper should publish unbiased news and play its role responsibly (সংবাদপত্রের উচিত নিরপেক্ষ সংবাদ প্রকাশ করা এবং দায়িত্বশীল ভূমিকা পালন করা)।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *