Prefix কি? (What is Prefix in Bengali/Bangla?)
Prefix হলো এক অথবা একাধিক বর্ণ যা কোনো শব্দের পূর্বে যোগ হয়ে নতুন শব্দ গঠন করে। যেমন- Cloud এ শব্দটির পূর্বে be prefix যোগ হয়ে becloud গঠিত হয়। আবার, dis + honest = dishonest. এখানে honest শব্দের পূর্বে ‘dis’ prefix যুক্ত হয়ে নতুন শব্দ dishonest গঠিত হয়েছে।
Prefix যুক্ত করে শব্দ গঠনের নিয়ম :
1. ‘DIS’ Prefix যোগ করে
1. charge – dis + charge – discharge
2. claim – dos + claim – disclaim
3. comfiture – dis + comfiture – discomfiture
4. comfort – dis + comfort – discomfort
Suffix কি? (What is Suffix in Bengali/Bangla?)
Suffix হলো একটি অথবা একাধিক অক্ষর যা কোনো শব্দের শেষে যোগ হয়ে নতুন শব্দ গঠন করে। যেমন : better শব্দটির পরে ment যোগ হয়ে betterment গঠিত হয়।