LED কি? এটি কিভাবে কাজ করে?
LED এর পূর্ণরূপ হলো- Light Emitting Diode। এটি এমন এক প্রকারের p-n জাংশন ডায়োড, যা আলোক নিঃসরণ করতে পারে। LED সাধারণত সম্মুখী ঝোঁকে কাজ করে।
LED-এ যখন সম্মুখী ঝোঁকে বিভব প্রয়োগ করা হয় তখন p-টাইপ অংশ থেকে হোল এবং n-টাইপ অংশ থেকে ইলেক্ট্রন এসে একত্রে মিলিত হয়। এই মিলনের ফলে শক্তি নির্গত হয় যা আলো আকারে বের হয়ে আসে।