স্টপ ওয়াচ এমন একটি নির্দেশক ঘড়ি, যা সহজে চালানো যায় বা বন্ধ করা যায়। এ ঘড়ি দ্বারা মিনিট, সেকেন্ড এবং এক সেকেন্ডের ১০০ ভাগের এক ভাগ সময়ও পরিমাপ করা যায়। স্টপ ওয়াচে যে কোনাে একটি মুহূর্ত থেকে সময় মাপা শুরু করা হয় এবং নির্দিষ্ট সময় পার হওয়ার পর সময় মাপা বন্ধ করে কতখানি সময় অতিক্রান্ত হয়েছে সেটি বের করে ফেলা যায়। মজার ব্যাপার হচ্ছে স্টপ ওয়াচ যত নিখুঁত ভাবে সময় মাপতে পারে আমরা হাত দিয়ে কখনােই তত নিখুঁত ভাবে এটা শুরু করতে পারি না বা থামাতে পারি না।
স্টপ ওয়াচের ব্যবহার
১. ক্রীড়া প্রতিযোগিতায় এ ঘড়ি ব্যবহার করা হয়।
২. পরীক্ষাগারে নিখুঁত সময় পরিমাপের জন্য এ ঘড়ি ব্যবহার করা হয়।
৩. যে কোন ক্ষেত্রে সূক্ষ্মভাবে সময় পরিমাপ করতে এ ঘড়ি ব্যবহৃত হয়।