রেজিস্ট্যান্স কাকে বলে? রেজিস্ট্যান্সের একক ও প্রতীক।

কোনাে পরিবাহীর ভেতর দিয়ে বিদ্যুৎ চলাচলের সময় এটি পরিবাহী দ্বারা কমবেশি কিছু বাধা পায়। এই বাধাকে পরিবাহীর রেজিস্ট্যান্স বা রােধ বলে।
রেজিস্ট্যান্স সার্কিটে ভােল্টেজ ড্রপ এবং কারেন্ট হ্রাস করে। এজন্য রেজিস্ট্যান্সকে কখনও সিরিজে কখনও প্যারালালে আবার কখনও সিরিজ-প্যারালালে সমন্বয় করতে হয়। রেজিস্ট্যান্সের এই সমন্বয়কে রেজিস্ট্যান্স গ্রুপিং বলে। রেজিস্ট্যান্স গ্রুপিং প্রধানত তিন প্রকার। যথাঃ (ক) সিরিজ গ্রুপিং, (খ) প্যারালাল গ্রুপিং এবং (গ) মিশ্র গ্রুপিং

রেজিস্ট্যান্সের একক ও প্রতীক
রেজিস্ট্যান্স একটি পরিমাপমূলক রাশি। সুতরাং, এর একক আছে। ওহম মিটারের সাহায্যে রেজিস্ট্যান্সের একক পরিমাপ করা হয়। রেজিস্ট্যান্স পরিমাপের চারটি একক প্রচলিত আছে। যথা-

(ক) স্থির বিদ্যুৎ একক;
(খ) বিদ্যুৎ-চৌম্বকীয় একক;
(গ) ব্যবহারিক একক এবং
(ঘ) আন্তর্জাতিক একক।

রেজিস্ট্যান্স সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহের বাধাকে কী বলে?
উত্তর : পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহের বাধাকে রেজিস্ট্যান্স বলে।

প্রশ্ন-২. সমান দৈর্ঘ্যের চিকন তারের রেজিস্ট্যান্স বেশি না মোটা তারের রেজিস্ট্যান্স বেশি?
অথবা, চিকন তারের রোধ মোটা তারের তুলনায় কম না বেশি?
উত্তর : চিকন তারের রেজিস্ট্যান্স বেশি।

প্রশ্ন-৩. রেজিস্ট্যান্সের প্রতীক কী?
উত্তর : রেজিস্ট্যান্সের প্রতীক R বা r।

প্রশ্ন-৪. এক (1) আন্তর্জাতিক ওহম সমান কত ওহম?
উত্তর : এক (1) আন্তর্জাতিক ওহম = 1.000495 ওহম।

প্রশ্ন-৫. রেজিস্ট্যান্সের একক কী?
উত্তর : রেজিস্ট্যান্সের একক ওহম (Ω)।

প্রশ্ন-৬. 1 স্থির বিদ্যুৎ একক সমান কত বিদ্যুৎ চৌম্বকীয় একক?
উত্তর : 1 স্থির বিদ্যুৎ একক = ৯ × ১০-২০ বিদ্যুৎ চৌম্বকীয় একক।

প্রশ্ন-৭. রেজিস্ট্যান্স একক ও প্রতীক লেখ।
উত্তর : রেজিস্ট্যান্স একক হলো : ওহম (Ω)। রেজিস্ট্যান্সের প্রতীক ‘R’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *