যে ডায়োডে আলোকরশ্মি পতিত হলে এর রেজিস্ট্যান্স কমে যায় এবং এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তাকে ফটো ডায়োড (Photodiode) বলে।
ফটো ডায়োডের বৈশিষ্ট্য
(i) এটি আলোর উপর ভিত্তি করে কাজ করে।
(ii) আলো বেশি হলে রেজিস্ট্যান্স কমে, ফলে কারেন্ট বেশি প্রবাহিত হয়।
(iii) আলো কম হলে রেজিস্ট্যান্স বাড়ে, ফলে কারেন্ট কম প্রবাহিত হয়।
ফটো ডায়োডের
(ক) রিলে সার্কিট পরিচালনার ক্ষেত্রে,
(খ) কম্পিউটারের পাঞ্চ কার্ড দ্রুত পড়ার ক্ষেত্রে,
(গ) স্বয়ংক্রিয়ভাবে কোনো আলোর ব্যবস্থা নিয়ন্ত্রণে,
(ঘ) চলমান কোনো বস্তুর সংখ্যা নিরূপণে,
(ঙ) চলচ্চিত্র ও ফিল্মের শব্দ পুনঃউৎপন্নের ক্ষেত্রে,
(চ) ফটোইলেকট্রিক রেজিস্টর নিয়ন্ত্রণের কাজে,
(ছ) ভোল্টেজ ও তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যবহার করা হয়।