প্লাগ (Plug) কাকে বলে? প্লাগ কত প্রকার ও কি কি?
সাধারণত বৈদ্যুতিক সরঞ্জামে বিদ্যুৎ সরবরাহ দেয়ার জন্য এর সাথে সংযুক্ত তার বা কর্ডের টার্মিনালে যে ফিটিংস ব্যবহার করা হয়, তাকে প্লাগ (Plug) বলে। অন্য কথায়, সকেটের মাধ্যমে লোডের বিদ্যুৎ সরবরাহের জন্য যে ফিটিংস ব্যবহার করা হয় তাকে প্লাগ বলে। সকেটের ধরন অনুযায়ী প্লাগ ব্যবহৃত হয়।
নির্দিষ্ট ধরনের সকেটের সাথে গোল পিন, চাপ্টা পিন এর প্লাগ ব্যবহার করা হয়।
প্লাগের প্রকারভেদ
প্লাগ তিন প্রকার। যথা—
১। টু-পিন প্লাগ, ৫ অ্যাম্পিয়ার,
২। থ্রি-পিন প্লাগ, ৫ অ্যাম্পিয়ার ও
৩। থ্রি-পিন প্লাগ, ১৫ অ্যাম্পিয়ার
বিভিন্ন প্রকার প্লাগের ব্যবহার: যেমন— টেবিল ল্যাম্প, টেবিল ফ্যান, রেডিও, ক্যাসেট, রেকর্ড প্লেয়ার, বৈদ্যুতিক ইস্ত্রি, ইলেকট্রিক হ্যান্ড ড্রিল মেশিন ও ইলেকট্রিক হ্যান্ড গ্রাইন্ডার ইত্যাদিতে টু-পিন প্লাগ সংযুক্ত থাকে। আর যেমন ছোট ছোট পিলার ড্রিল, রেফ্রিজারেটর, রুম হিটার, টেবিল হিটার, হট-প্রেট, বৈদ্যুতিক ওভেন ইলেকট্রিক সুইং মেশিন, সিংগেল ফেজ গ্রাইন্ডিং মেশিন ইত্যাদিতে থ্রি-পিন প্লাগ লাগানো থাকে।