পিভিসি ওয়্যার বা তার কাকে বলে? পিভিসি তার কোথায় ব্যবহার করা হয়?
যে তার বা ক্যাবলের উপরে পলিভিনাইল ক্লোরাইড কম্পাউন্ড-এর ইনসুলেশন করা থাকে, তাকে পিভিসি ওয়্যার বা তার বলে।
পিভিসি তারের গঠন : পিভিসি তারের গঠন ধারাবাহিকভাবে নিচে দেওয়া হলো।
১। পিভিসি তার সাধারণত ২৫০/৪৪০ ভোল্ট গ্রেডে প্রস্তুত করা হয়।
২। এ তারে ইনসুলেশন হিসেবে (পলিভিনাইল ক্লোরাইড) কম্পাউন্ড ব্যবহার করা হয়।
৩। পরিবাহী হিসেবে তামার অথবা এ্যালুমিনিয়াম তার ব্যবহার হয়ে থাকে।
৪। এক বা একাধিক খেই এর সমন্বয়ে তার তৈরি করা হয়। একাধিক খেই পরিবাহীকে নমনীয় করে।
পিভিসি তার কোথায় ব্যবহার করা হয়?
বাড়ির ওয়্যারিং এবং কারখানার বাতির ওয়্যারিং কাজে পিভিসি তার ব্যবহার করা হয়। এছাড়া অম্ল বা ক্ষারজাতীয় পদার্থ যেখানে থাকে, এ তার সেখানে ব্যবহার করা যেতে পারে। কন্ডুইট ওয়্যারিং-এ সাধারণত এ তার ব্যবহার করা হয়। ২৫০/৪৪০ ভোল্ট বৈদ্যুতিক সার্কিটে এ তার ব্যবহার করা হয়।