খতমে নবুয়ত কাকে বলে? খতমে নবুয়তে বিশ্বাস করা অপরিহার্য কেন? ব্যাখ্যা করো।

মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবি-রাসুল পাঠিয়েছেন। এ ক্রমধারা শুরু হয় হযরত আদম (আ.)-এর মাধ্যমে, আর শেষ হয় হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনের মাধ্যমে। নবুয়তের এ ক্রমধারা শেষ হওয়াকেই খতমে নবুয়ত বলে।

খতমে নবুয়তে বিশ্বাস করা অপরিহার্য কেন?
খতমে নবুয়তে বিশ্বাস ছাড়া ইমানদার হওয়া যায় না। তাই এর ওপর বিশ্বাস স্থাপন করা অপরিহার্য।

খতমে নবুয়ত অর্থ নবুয়তের সমাপ্তি। হযরত মুহাম্মদ (স.) নবি-রাসুলগণের আগমনের ধারায় সর্বশেষ এসেছেন। তিনিই খাতামুন নাবিয়্যিন বা সর্বশেষ নবি। আর খতমে নবুয়তে বিশ্বাস করা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। কেননা খতমে নবুয়তে বিশ্বাস ছাড়া পরিপূর্ণ ইমানদার হওয়া সম্ভব নয়।

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “খতমে নবুয়ত কাকে বলে?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts