তুমি কীভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পার?

তুমি কীভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পার?

মহান আল্লাহর মহা প্রজ্ঞার নিদর্শন দেখে আমরা তাঁর প্রতি সুদৃঢ় ইমান আনব, শ্রদ্ধায় বিনম্রভাবে তাঁকে স্মরণ করবো। সমগ্র সৃষ্টিকুলের মধ্যে যে প্রজ্ঞা ও হিকমত বিদ্যমান তা উপলব্ধি করে নিজেরা চিন্তাশীল হবো। বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় উৎসাহী হবো। খাঁটি ইমানদার হওয়ার পাশাপাশি অনুসন্ধিৎসু বিজ্ঞানমনস্ক হবো। আমাদের লেখাপড়া ও দৈনন্দিন কাজকর্ম গুছিয়ে সুশৃঙ্খল – সুনিপুণভাবে সময়নুবর্তী হয়ে সমাপন করতে চেষ্টা করবো। তাতে আমাদের জীবন সার্থক ও সফল হবে।

এভাবেই আমরা আল্লাহর গুণে গুণান্বিত হতে পারি।