তুমি কীভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পার?
মহান আল্লাহর মহা প্রজ্ঞার নিদর্শন দেখে আমরা তাঁর প্রতি সুদৃঢ় ইমান আনব, শ্রদ্ধায় বিনম্রভাবে তাঁকে স্মরণ করবো। সমগ্র সৃষ্টিকুলের মধ্যে যে প্রজ্ঞা ও হিকমত বিদ্যমান তা উপলব্ধি করে নিজেরা চিন্তাশীল হবো। বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় উৎসাহী হবো। খাঁটি ইমানদার হওয়ার পাশাপাশি অনুসন্ধিৎসু বিজ্ঞানমনস্ক হবো। আমাদের লেখাপড়া ও দৈনন্দিন কাজকর্ম গুছিয়ে সুশৃঙ্খল – সুনিপুণভাবে সময়নুবর্তী হয়ে সমাপন করতে চেষ্টা করবো। তাতে আমাদের জীবন সার্থক ও সফল হবে।
এভাবেই আমরা আল্লাহর গুণে গুণান্বিত হতে পারি।