আল আসমাউল হুসনা কাকে বলে?

আল আসমাউল হুসনা বলতে আল্লাহর সুন্দরতম নামসমূহকে বোঝায়।

আসমাউল হুসনা শব্দের অর্থ- সুন্দর নামসমূহ। পবিত্র কুরআনে আল্লাহর অসংখ্য সুন্দর নাম রয়েছে। হাদিসের মাধ্যমে আমরা আল্লাহর ৯৯টি নামের কথা জানতে পারি। যেমন- আলিম, হাকিম, রাযযাক, কাদির, সামাদ, রাহিম, কারিম, মুহাইমিনুন, রাউফুন প্রভৃতি। মহান আল্লাহর এ গুণবাচক নামসমূহকে একত্রে আসমাউল হুসনা বলা হয়।

এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–
১। আসমাউল হুসনা শব্দের অর্থ কী?
ক) কিতাবসমূহ
খ) সুন্দর নামসমূহ
গ) উত্তম চরিত্র
ঘ) বেহেশতি সুবাস
সঠিক উত্তর : খ) সুন্দর নামসমূহ

২। হাদিস শরিফে আল্লাহ তায়ালার কয়টি গুণবাচক নামের কথা বলা হয়েছে?
ক) ৯৯
খ) ১০০
গ) ১০১
ঘ) ১০২
সঠিক উত্তর : ক) ৯৯

৩। আল্লাহ তায়ালার গুণবাচক নামসমূহকে একত্রে কী বলা হয়?
ক) আখলাকে হামিদাহ
খ) আসমাউল হুসনা
গ) আসমাউল হাসিব
ঘ) হুসনুল খুলক
সঠিক উত্তর : খ) আসমাউল হুসনা

৪। আল্লাহর সুন্দর নামসমূহ কীসের পরিচয় ঘটায়?
ক) জান্নাত-জাহান্নামের
খ) পাপ-পুন্যের
গ) আল্লাহর পরিচয় ও ক্ষমতার
ঘ) নবি-রাসুলগুণের গুণ ও বৈশিষ্ট্যের
সঠিক উত্তর : গ) আল্লাহর পরিচয় ও ক্ষমতার

৫। আল্লাহর গুণবাচক নামসমূহ আমাদেরকে কোন কাজে অনুপ্রাণিত করে?
ক) আধ্যাত্মিকতা অবলম্বনে
খ) উত্তম চরিত্রবান হতে
গ) কঠোর পরিশ্রমী হতে
ঘ) ধনসম্পদ উপার্জন করতে
সঠিক উত্তর : খ) উত্তম চরিত্রবান হতে

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *