এশার নামাজ কয় রাকাত

এশার নামাজ কয় রাকাত

এশার নামাজ কয় রাকাত

আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব এশার নামাজ কয় রাকাত ।  নামাজের মধ্যে এশার নামাজ হলো ফজরের নামাজ অধিক গুরুত্বপূর্ণ নামাজ।  এশার নামাজ নিয়ে হাদিস  শরীফে রয়েছে:

আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল, সে যেন অর্ধেক রাত পর্যন্ত (নফল) নামাজ আদায় করল। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল।’ (মুসলিম, হাদিস : ১৩৭৭)

 

আমাদের এই পোস্টে এশার নামাজ কিভাবে পড়তে হয় এশার নামাজ কত রাকাত বিস্তারিত আলোচনা করব পুরো পোস্ট পড়ে নিন।  শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্য এশার  নামাজ কয় রাকাত কিভাবে পড়তে হয় জানতে চাইলে সম্পূর্ণ পোস্ট ভালো করে পড়ে নিন।

নামাজ পড়া নিয়ে মহিলা ও পুরুষের কিছু ভিন্নতা রয়েছে। আজকের এই পোস্টে এশার নামাজ নিয়ে আলোচনা করা হবে।

  •  এশার নামাজ কয় রাকাত ও নিয়ত
  •  এশার নামাজ কিভাবে পড়তে হয়
  •  এশার নামাজের সময় শুরু ও শেষ
  •  মহিলাদের নামাজ পড়ার নিয়ম

 

এশার নামাজ কয় রাকাত ও নিয়তঃ

এশার নামাজ মোট 10 রাকাত।  এশার নামাজ চার রাকাত সুন্নত, এশার নামাজ 4 রাকাত ফরজ, এশার নামাজ দুই রাকাত সুন্নত, এশার নামাজ তিন রাকাত বেতের। বেতের নামাজ এশার  নামাজের মধ্যে পড়ে না। সংক্ষেপে যদি বলি:

  • ৪ রাকাত সুন্নত
  • ৪ রাকাত ফরজ
  • ২ রাকাত সুন্নত
  • ৩ রাকাত বেতের (যদিও বেতের নামায  এশার নামাযের অংশ নয়)

এশার চার রাকাত সুন্নতের নিয়ত

 نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَالَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْعِشَاءِسُنَّةُ رَسُوْلِ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ

 

নাওয়াইতুয়ান উসালিয়া-লিল্লাহি তা’আলা আরবায়া রাকাআতি ছালাতিল এশাই সুন্নাতু রাসূলিল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবর।

এশার চার রাকাত ফরজের নিয়তঃ

 نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْعِشَءِ فَرْضُ اللَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ

নাওয়াইতুয়ান উসালিয়া-লিল্লাহি তা’আলা আরবায়া রাকাআতি ছালাতিল এশাই ফারদুল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবর

এশার নামাজের সময় শুরু ও শেষঃ

এশার নামাজের 2 রাকাত  সুন্নত নিয়তঃ

নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকায়াতি সালাতিল এশায়ি সুন্নাতু রাসুূলিল্লা-হি তাআলা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

ফজরের নামাজ কয় রাকাত ও কি কি

দিনের শেষ নামাজ হলো এশার নামাজ।  এশার নামাজ অক্ত মাগরিব নামাজ পর শুরু।  এশার নামাজ মধ্যরাত পর্যন্ত নামাজের অক্ত থাকে।

তবে আমাদের সকল মুসলিমদের উচিত নামাজ ওক্ত মতো আদায় করা।  আপনি এশা’র   নামাজ মধ্য রাতে আদায় করে থাকেন তাহলে মাকরুহ। তবে আপনার যদি জরুরি কাজ থাকে তাহলে আপনি এগারোটা বারোটা পর্যন্ত এশার নামাজের ওয়াক্ত পড়তে পারবেন।     প্রতি ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়া ভালো। অবশ্যই   আপনাকে সকল  কাজ রেখে নামাজ আদায় করতে হবে।

মহিলাদের এশার নামাজ পড়ার নিয়মঃ

এশার চার রাকাত সুন্নতঃ সব সময়  নামাজ পড়ার আপনাকে জায়নামাজের দোয়া পড়ে নিতে হবে তারপর নামাজ শুরু করতে হবে। এশার নামাজের চার রাকাত সুন্নত নিয়ত বাধতে হবে।  বুকে হাত বাধতে হবে।  নিয়ত শেষ হওয়ার পর ছানা পড়তে হবে। এরপর সূরা ফাতিহা এর সঙ্গে অন্য একটি সূরা মিলিয়ে পড়তে হবে।

সুবহানা রব্বিয়াল আযীম যেকোনো বেজোড় সংখ্যা বার পড়তে হবে।এরপর সামিয়া লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলেই সেজদা দিতে হবে।সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা যেকোনো বিজোড় সংখ্যক বার বলতে হবে। এশার নামাজ কয় রাকাত ও কিভাবে পড়তে হয়

আল্লাহু আকবার বলে আবার একইভাবে সিজদা দিতে হবে। অতঃপর দ্বিতীয় রাকাত শুরু করতে হবে। এভাবেই বুকে হাত দিয়ে সূরা ফাতিহার সাথে অন্য যেকোনো সূরা মিলিয়ে নিতে হবে। এভাবে একই প্রক্রিয়ায় নামাজ পড়তে হবে।তবে দ্বিতীয় রাকাতের বেলায় সিজদার পর তাশাহুদ পাঠ করতে হবে। আবার তৃতীয় রাকাত শুরু করতে হয়।

অর্থাৎ আবার বুকে হাত দিয়ে সূরা ফাতিহার সাথে অন্য যেকোনো সূরা মিলিয়ে পড়তে হবে।একই প্রক্রিয়ায় সিজদার পর চতুর্থ রাকাত শুরু করতে হবে।চতুর্থ রাকাত তৃতীয় রাকাতের মতই।পার্থক্য শুধু সিজদার পর তাশাহুদ,দুরুদে ইব্রাহীম এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাতে হবে। অতঃপর মোনাজাত ধরতে হবে।

এশার চার রাকাত ফরজ নামাজঃ

এশার চার রাকাত ফরজ নামাজ পড়ার নিয়ম হলো এশার নামাজের চার রাকাত সুন্নত নামাজের মতই। পার্থক্য শুধু চার রাকাত ফরজ এর মধ্যে প্রথম দুই রাকাতের পর অর্থাৎ তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে না। বাকি নিয়মগুলো একইভাবে। তবে অবশ্যই আপনাকে বুকে হাত দিয়ে সূরা পাঠ করতে হবে।

 এশার নামাজ কিভাবে পড়তে হয়ঃ

এশার দুই রাকাত সুন্নতঃ এশার দুই রাকাত সুন্নত এর নিয়ম চার রাকাত সুন্নত এর মত। শুধু নিয়ে এ  কিছুটা ভিন্নতা রয়েছে যা দুই রাকাতের পর সালাম ফিরিয়ে মোনাজাত ধরতে হবে। এভাবে দুই রাকাত শেষ করতে হবে।

এশার নামাজ কয় রাকাত ও কি কি

এশার নামাজ সর্বোচ্চ 10 রাকাত। প্রথমে চার আদায় করতে হবে। তারপর চার রাকাত ফরজ আদায় করতে হবে। দুই রাকাত সুন্নত আদায় করতে হবে। এশার নামাজ শেষ করে তিন রাকাত বেতের নামাজ আদায় করতে হবে।

বেতের নামাজ এশার নামাজের মধ্যে গণ্য হয় না। ধারাবাহিকতা বজায় রেখে এশার নামাজ আদায় করা উত্তম।

এশার নামাজের সময়

ইশা আজকের ইশার নামাজের ওয়াক্ত শুরু সন্ধ্যা ১০:৩৫ মিনিটে এবং ইশার নামাজের ওয়াক্তের শেষ সময় রাত ১১:৫৫ মিনিট। (সুবহি সাদিকের পূর্ব পর্যন্ত ইশার সময় বিদ্যমান থাকে, তবে মধ্য রাতের আগেই ইশার নামাজ আদায় করা উত্তম।)

আজকের এই আলোচনা আপনারা জেনে নিয়েছেন এশার নামাজ কিভাবে পড়তে হয় এশার নামাজ কয় রাকাত কি কি।  আশা করবো সবাই জানতে পেরেছেন এশার নামাজ কত রাকাত কি কি।

আজকে আমাদের এই পোষ্টের মাধ্যমে আলোচনা করা হয়েছে এশার নামাজ কয় রাকাত ও কি কি। সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি ইনশাল্লাহ আপনাদের একটু কাজে লাগবে।

এশার নামাজ কয় রাকাত, এশার নামাজের নিয়ম, এশার নামাজ কত রাকাত, এশার নামাজের সময় শুরু ও শেষ, এশার নামাজের সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *