শাফাআতে কুবরা কাকে বলে? ইমানের দিকগুলো ব্যাখ্যা করো।
কিয়ামতের দিন সব মানুষকে এক বিশাল ময়দানে সমবেত করা হবে। সেদিন সূর্য খুব নিকটবর্তী হবে এবং মানুষ অসহনীয় দুঃখ-কষ্টে নিপতিত থাকবে। এ সময় তারা হযরত আদম (আ), হযরত নুহ (আ), হযরত ইবরাহিম (আ), হযরত মুসা (আ) ও হযরত ঈসা (আ)-এর কাছে উপস্থিত হয়ে হিসাব-নিকাশ শুরু করার জন্য আল্লাহর কাছে শাফাআতের অনুরােধ করবে। তারা সবাই অপারগতা প্রকাশ করবেন। এসময় সব মানুষ মহানবি (স)-এর কাছে উপস্থিত হবে। তখন মহানবি (স) আল্লাহর কাছে সুপারিশ করবেন এবং অতঃপর আল্লাহপাক হিসাব শুরু করবেন। একেই শাফাআতে কুবরা বলে।
ইমানের দিকগুলো ব্যাখ্যা করো।
ইমানের তিনটি দিক রয়েছে। এগুলো হলো— ইসলামের যাবতীয় বিষয়ের প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও সে অনুযায়ী আমল। প্রকৃত মুমিন হওয়ার জন্য এ তিনটি বিষয়ই থাকা জরুরি। কেউ যদি শুধু মুখে স্বীকার করে, কিন্তু অন্তরে বিশ্বাস না করে তাহলে সে ইমানদার নয়। আবার মুখে ও অন্তরে স্বীকার করে বাস্তবে না মানলে সেও মুমিন হতে পারবে না। উল্লিখিত তিনটি দিকের সমন্বয়ই হলো ইমান।