কাফির কাকে বলে? আল্লাহর ওলি বলতে কি বুঝায়?
যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে কাফির বলে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করে তখন তাকে কাফির বলে।
কাফির অর্থ অবিশ্বাসী, অস্বীকারকারী।
আল্লাহর ওলি বলতে কি বুঝায়?
ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হয়েছেন, এমন ব্যক্তিদের আল্লাহর ওলি বলা হয়।
‘আল্লাহর ওলি’ অর্থ আল্লাহর বন্ধু বা তাঁর অত্যন্ত কাছের লোক। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন, যারা দিন-রাত নিজেদেরকে আল্লাহর ইবাদতে নিয়োজিত রেখেছেন। ফলে আল্লাহ তাঁদের ওপর সন্তুষ্ট হয়ে বিশেষ ক্ষমতা প্রদান করেছেন। এরাই আল্লাহর ওলি বলে পরিগণিত। উদাহরণস্বরূপ হযরত রাবেয়া বসরি (র.), খোয়াজ খিজির (র.)-এর কথা বলা যায়।